আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
171 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (4 points)
আমি সরকারি মেডিকেল থেকে ব্যাচেলর ইন ডেন্টাল সার্জারী পাশ করেছি। আগে দ্বীনের বিষয়ে জ্ঞান ছিলনা আমার আর আমার পরিবারের। আমার বাবা মায়ের আর্থিক অবস্থা ভালো ছিল না তাই তাদের সংসারের হাল ধরব এ নিয়তে আমাকে পড়াশুনা করাচ্ছিলেন। মেডিকেলে ভর্তির কিছুদিন পরই আমার বিয়ে হয় এবং আমার শ্বশুর বাড়ি থেকে পড়াশুনার যাবতীয় খরচ বহন করে। আমার শ্বশুর বাড়ি আলহামদুলিল্লাহ স্বচ্ছল। এবং তারা চান না আমি বাড়ি থেকে দূরে কোনো সরকারি বা বেসরকারি চাকরি করি। শুধুমাত্র চেম্বার করা তে তারা রাজি হন। তবে আমি এখন পর্দার জন্য পুরুষ রোগী এবং পুরুষ এসিস্ট্যান্ট ছাড়া কাজ করতে চাচ্ছি। এমন ব্যবস্থা করা খুব কঠিন হয়ে যাচ্ছে। চেম্বার দিতেও অনেক টাকা লাগবে সেটা ম্যানেজ করা আমার স্বামীর জন্য কঠিন। আমার একটি ১০ বছর বয়সী ছোটো ভাই আছে মাদ্রাসায় পড়ে এবং তার পড়াশুনার খরচও আমার স্বামী দিচ্ছে। আমি কোনোকিছু না করতে পারলে কি আমার গুনাহ্ হবে যেহেতু বাবা মা অপেক্ষা করছেন আমার উপার্জনের। উল্লেখ্য আমার বাবা সুস্থ সামর্থ্য কিন্তু কর্মঠ না, তিনি কোনোরকম আয় করেন। আয় উপার্জনের কথা বললে ঝগড়া ঝামেলা করেন মায়ের সাথে।

1 Answer

0 votes
by (606,750 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ﻣَﻦْ ﺗَﺠِﺐُ ﻋَﻠَﻴْﻪِ ﻧَﻔَﻘَﺔُ ﺍﻷُْﺻُﻮﻝ :
- 53 ﺗَﺠِﺐُ ﻧَﻔَﻘَﺔُ ﺍﻷُْﺻُﻮﻝ ﻋَﻠَﻰ ﺍﻟْﻮَﻟَﺪِ، ﻷَِﻥَّ ﻟِﻸَْﺑَﻮَﻳْﻦِ ﺗَﺄْﻭِﻳﻼً ﻓِﻲ ﻣَﺎﻝ ﺍﻟْﻮَﻟَﺪِ ﺑِﺎﻟﻨَّﺺِّ، ﻭَﻷَِﻧَّﻪُ ﺃَﻗْﺮَﺏُ ﺍﻟﻨَّﺎﺱِ ﺇِﻟَﻴْﻬِﻤَﺎ، ﻓَﻜَﺎﻥَ ﺃَﻭْﻟَﻰ ﺑِﺎﺳْﺘِﺤْﻘَﺎﻕِ ﻧَﻔَﻘَﺘِﻬِﻤَﺎ ﻋَﻠَﻴْﻪِ
ﻭَﻫِﻲَ ﻋِﻨْﺪُ ﺍﻟْﺤَﻨَﻔِﻴَّﺔِ ﻋَﻠَﻰ ﺍﻟﺬُّﻛُﻮﺭِ ﻭَﺍﻹِْﻧَﺎﺙِ ﺑِﺎﻟﺴَّﻮِﻳَّﺔِ ﻓِﻲ ﻇَﺎﻫِﺮِ ﺍﻟﺮِّﻭَﺍﻳَﺔِ، ﻷَِﻥَّ ﺍﻟْﻤَﻌْﻨَﻰ ﻳَﺸْﻤَﻠُﻬُﻤَﺎ ( 2 ) .
( 2 ) ﻓﺘﺢ ﺍﻟﻘﺪﻳﺮ 4 / 417 ﻁ ﺩﺍﺭ ﺍﻟﻔﻜﺮ
পিতা-মাতার নাফক্বাহ কার উপর ওয়াজিব হবে।
পিতা-মাতার নাফক্বাহ সন্তানের উপর ওয়াজিব হবে।কেননা হাদীস দ্বারা প্রমাণিত আছে যে,সন্তানের মালের উপর পিতা-মাতা অধিকার রয়েছে।এবং পিতা-মাতা তাদের সব চেয়ে বেশী ঘনিষ্ঠজন। তাই এজন্য তারা সন্তানের কাছ থেকে খোরপোষের সবচেয়ে বেশী হক্বদার। জাহির রেওয়ায়াত অনুযায়ী হানাফি মাযহাবের মূলনীতির আলোকে পিতা-মাতার খোরপোষের দায়িত্ব ছেলে-মেয়ে উভয়ের। এক্ষেত্রে উভয়ই সমান অর্থ্যাৎ সবার উপর ওয়াজিব।(আল-মাওসু'আতুল ফেক্বহিয়্যায়-৪১/৭৬)(ফাতহুল ক্বাদির, ৪/৪১৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3712

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আপনার বাবা কোনো রকম ইনকাম করে জীবিকা নির্বাহ করে নিতে পারছেন। তাই বাবাকে টাকা দেওয়া আপনার জন্য ফরয না। তবে হ্যা, পর্দার আড়ালে থেকে আপনি চেম্বার চালাতে পারবেন।শুধুমাত্র নারীদেরকে দেখবেন। এভাবে চেম্বার করে ইনকাম করা -যেখানে পেশেন্ট শুধুমাত্র নারীই থাকবে- নাজায়েয হবে না। তাহলে আপনার সকল সমস্যার সমাধান হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...