আসসালামু আলাইকুম হুজুর। এক ভাই তার স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছে। সে এটি ফযরের পর দেখেছে।
"আজ সকালে স্বপ্নে দেখলাম যে আমি মক্কার মাটির রাস্তায় সাইকেল চালাচ্ছি আর আরবী ভাষা শিখতেছি ( মনে মনে পড়তেছিলাম আর কি; আমি বেশ আনন্দিত ছিলাম পড়াগুলো মনে করতে পারছিলাম দেখে)হটাৎ আমি সাইকেল সহ পরে গেলাম রাস্তায় এবং আমার মুখে মাটি ঢুকে গেলো । আমি পুরো মাটি টুকু ই গিলে ফেললাম। সাথে সাথে ই আমার মনে পড়ে গেলো যে এটা তো মক্কার মাটি, তাই আলহামদুলিল্লাহ ভালো ই হলো খেয়ে ফেললাম যে। রাস্তার পাশে চিকন খালের মত একটা অনেক গভীর নদী ছিল। এই নদীর শুরুর ভাগ ছিল অগভীর এবং স্বচ্ছ পানির। এতই সচ্ছ যে এর নিচের নুড়িপাথর গুলো আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। অগভীর অংশের উচ্চতা ছিল একজন পূর্ণবয়স্ক যুবকের উচ্চতার দ্বিগুণ বা আড়াইগুন। নদীর পাশে পাম গাছ ছিল। আমার হটাৎ নদীর গভীর অংশের কথা মনে পড়ে গেলো এবং সেখানে তিমি মাছ থাকতে পারে ভেবে ভয় লাগলো ( আমার তিমি মাছের ব্যাপারে ভাবলে ভয় হয় ইহার বৃহদাকৃতির জন্য)। নদীর ওপর প্রান্তে ছিল আমেরিকা। সেখানে বৃহৎ সুসজ্জিত বিল্ডিং, জেট বিমান এবং ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং ছিল।"