ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
"যে ব্যাক্তি হজ্বের নিয়তে আরাফাতের ময়দানে উপস্থিত হলো, সে যদি পরবর্তীতে সন্দেহ করে যে তার হজ্ব কবুল হয়েছে কি না- সে যেন কবিরা গুনাহ করলো"
এমন কোনো কথা কুরআন হাদীসের কোথাও শুনিনি।
হাদীসে এসেছে,
« من حج هذا البيت فَلَمْ يَرْفُثْ، وَلَمْ يَفْسُقْ، رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ»
“যে ব্যক্তি এ ঘরের হজ পালন করলো এবং অশালীন কথাবার্তা ও গুনাহ থেকে বিরত রইল, সে নবজাতক শিশু, যাকে তার মা এ মুহূর্তেই প্রসব করেছে, তার ন্যায় নিষ্পাপ হয়ে ফিরবে”।(সহীহ বুখারী-১৫২১)
(২) কোনো ফরয আদায়ের পর কবুল হওয়ার অাশা রাখাই মু'মিনের দায়িত্ব ও কর্তব্য। আপনার বাবা মা কবুল হওয়ার জন্য দু'আ করবেন।