আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
377 views
in সালাত(Prayer) by (129 points)
আসসালামু 'আলাইকুম।

১,দুই সিজদার মাঝে সোজা হয়ে বসার সর্বনিম্ন সুরত কতটুকু? আর এটা কি ওয়াজিব না ফরজ না সুন্নাত? এটা ঠিকঠাক না হলে সাহু সিজদা দিতে হবেযে?

২,আমার স্ত্রী যখন মারা যায় তখন আমাদের উপর হজ্ব ফরয ছিলনা,মারা যাওয়ার পর আমার যথেষ্ট সামার্থ্য আছে,এখন যদি আমার হজ্ব ও আমার স্ত্রীর বদলি হজ্ব করি, তাহলে এর ব্যাপারে হুকুম কি

জাযাকাল্লাহু খাইর

1 Answer

0 votes
by (675,600 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
দুই সিজদার মাঝে সোজা হয়ে বসার সর্বনিম্ন সুরত হলোঃ এক তাসবিহ সমপরিমাণ বসা। 

উভয় সেজদার মাঝে বসা সুন্নাত।
হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ طَاوُسًا، يَقُولُ قُلْنَا لاِبْنِ عَبَّاسٍ فِي الإِقْعَاءِ عَلَى الْقَدَمَيْنِ فِي السُّجُودِ . فَقَالَ هِيَ السُّنَّةُ . قَالَ قُلْنَا إِنَّا لَنَرَاهُ جَفَاءً بِالرَّجُلِ . فَقَالَ ابْنُ عَبَّاسٍ هِيَ سُنَّةُ نَبِيِّكَ صلي الله عليه وسلم - صحيح : م 

ইবনু জুরাইজ সূত্রে বর্ণিত। তিনি বলেন, আবূ জুবাইর ত্বাউস থেকে শুনে আমাকে বলেছেন যে, আমরা ইবনু ‘আব্বাস (রাঃ)-কে দু’ সাজদার মাঝে দু’ পায়ের গোড়ালির উপর পাছা রেখে বসা সম্পর্কে জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন, এটি সুন্নাত। ত্বাউস বলেন, আমরা বললাম, আমরা এরূপ করাকে পায়ের জন্য কষ্টকর মনে করি। জবাবে ইবনু ‘আব্বাস (রাঃ) বললেন, এরূপ করা তোমার নাবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সুন্নাত।
মুসলিম (অধ্যায় : মাসাজিদ, দু’ পায়ের উপর ইক্বাআ করা জায়িয সম্পর্কে), তিরমিযী (অধ্যায়: আবওয়াবুস সলাত, অনুঃ ইক্বাআ করার অনুমতি, হাঃ ২৮৩, ইমাম তিরমিযী বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ), আহমাদ (হাঃ ২৮৫৫) আবু দাউদ ৮৪৫)
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই, 
যদি এক তাসবিহ সমপরিমাণ বসা না হয়,তাহলে সেজদায়ে সাহু আবশ্যক হবেনা।
 , 
(০২)
এতে আপনার স্ত্রী নফল হজের ছওয়াব পাবে।

আরো জানুনঃ


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...