আমার হিসাবে ৪০টি কাযা রোজা এখনো আদায় বাকি, আর ১২ দিনের কাযা নামায + ১ মাসের কাযা নামায (ইস্তিহাযা চলছিল,তখন ইস্তিহাযার বিধান জানা ছিল না,হায়েজ ভেবে নামায পড়া হয়নি)
+ মাযূর ভেবে নামায পড়ে গেছি এক ওযুতে,একদিন হটাৎ বুঝলাম ওযু ভাঙা ছাড়াও নামায হয়ে যাচ্ছে,তার মানে হয়তো মাযূরের ওজর আর খাটবে না, এই ক্ষেত্রে কতদিনের নামায কাযা ধরব বুঝছি না,কারণ প্রায় ২ বছর ওভাবে মাযূর হিসেবে নামায পড়ছি।
প্রশ্ন:
১। মাযূর ভেবে যে নামায আদায় করে গেছি,সেগুলো যদি কাযা হিসেবে পুনরায় আদায় করা লাগে,আমি কতদিনের আনুমানিক কাযা তুলব?
২। খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানতে চাচ্ছি- আমি এই ৪০ টি রোযা ও অন্তত প্রায় দেড় মাসের ৫ ওয়াক্ত নামাযের কাযা আদায় না করেই যদি মারা যাই? সেক্ষেত্রে কী হবে আমার? কাযা আদায় না করার শাস্তি থেকে বাঁচতে করণীয় কী আমার? টানা ৪০দিন রোযা রাখা বা টানা দেড় মাস ৫ ওয়াক্তের কাযা আদায় কোনোটাই বাস্তবিক আমার দ্বারা সম্ভব না,আর এতদিনের হায়াত পাব কিনা তাও জানি না।