আসসালামু 'আলাইকুম। দু'আর ব্যাপারে কিছু প্রশ্ন ছিল।
1) নিজের, বাবা মা বা অন্যের জন্য দু'আ করার কি নির্দিষ্ট ক্রম আছে? যেমন আগে নিজের জন্য, পরে বাবা মা, পরে ভাই বোন, পরে অন্যরা, এমন কিছু? নাকি এলোমেলোও করা যাবে?
2) নিজের ও অন্যের জন্য একই জিনিস পাওয়ার দু'আ করলে মনে যদি এই নিয়্যাহ থাকে যে, "আমি অন্যের নাম ধরে দু'আ করলে ফেরেশতারা আমার জন্যও দু'আ করবে"। অর্থাৎ নিজে পাওয়ার সম্ভাবনা বাড়ানোই উদ্দেশ্য থাকলে এমন দু'আ করা হলে তা কি জায়েজ?
3) যদি এমন হয় যে, আমি আমার এক বান্ধবীর জন্য দু'আ করছি, (যাতে দুজনই একটা জিনিস পাই) কিন্তু সে আমার জন্য করছে না বা সে দু'আ করে যেন সে আমার থেকে বেশি ভালো কিছু পায়। তাহলে এখানে কার দু'আ কবুল হওয়ার সম্ভাবনা বেশি??