আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
74 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (25 points)
আসসালামুয়ালায়কুম,

আশা করি ভাল আছেন।
১। আমি তোমাদেরকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাই এতে কোন তামাশা করোনা।

আমি তোমাদের রিজিকের জিম্মাদারি নিলাম।তাই এ নিয়ে চিন্তা করে ক্লান্ত হয়ো না।

২। আমি তোমার জন্য যা নির্ধারিত করেছি তার উপর যদি সন্তুষ্ট থাকো।

আমি তোমার দেহে ও প্রাণে প্রশান্তি দেবো।

আর আমি তোমার জন্য যা নির্ধারণ করেছি, তার উপর যদি অসন্তুষ্ট থাকো।

তাহলে আমি তোমার উপর দুনিয়াকে বোঝা হিসেবে চাপিয়ে দেবো।

৩। হে আদম সন্তান! আমি নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করতে কোন ক্লান্তিবোধ করিনি।

তবে কি তুমি মনে করো, কোন প্রকার কষ্ট ছাড়া তোমার কাছে আমি এক টুকরো রুটি পাঠাতে ব্যর্থ হবো?

৪। হে আদম সন্তান! তুমি আমার কাছে আগামীকালের রিজিক তালাশ করোনা।

যেভাবে আমি তোমার কাছে আগামীকালের আমল তলব করিনা।

৫। হে আদম সন্তান! আমি তোমাকে ভালোবাসি।

সুতরাং, তোমার কাছে আমার অধিকার হলো;

আমাকে ভালোবাসো।

এই কথা গুলো সহিহ। সহিহ হলে রেফারেন্স দিলে উপকৃত হতাম। অর্থাৎ আল্লাহ কোথায় এ কথা গুলো বলেছেন কোরআন বা হাদিসে।
ধন্যবাদ

1 Answer

0 votes
by (589,650 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।(সূরা যারিয়াত-৫৬)

مَا أُرِيدُ مِنْهُم مِّن رِّزْقٍ وَمَا أُرِيدُ أَن يُطْعِمُونِ
আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে, তারা আমাকে আহার্য যোগাবে।(সূরা যারিয়াত-৫৭)

إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ
আল্লাহ তা’আলাই তো জীবিকাদাতা শক্তির আধার, পরাক্রান্ত।(সূরা যারিয়াত-৫৮)

وَفِي السَّمَاءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ
আকাশে রয়েছে তোমাদের রিযিক ও প্রতিশ্রুত সবকিছু।(সূরা যারিয়াত-২২)

(২)
وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ ۖ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ
যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে, যদি কৃতজ্ঞতা স্বীকার কর, তবে তোমাদেরকে আরও দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর।(সূরা ইবরাহিম-০৮)


(৩)
এর সমার্থ কুরআনে আছে। তবে হুবহু কোথাও আছে কি না? জানা নেই।

(৪) হুবহু কোথাও আছে বলে জানা নেই।

(৫) সমার্থ কুরআনে রয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...