ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
তাবলীগ শব্দের অর্থ হল, পৌছানো,দ্বীনের বাণী অন্যর নিকট পৌছানোর নামই হল,তাবলীগ।
আল্লাহ তা'আলা বলেন,
هَـٰذَا بَلَاغٌ لِّلنَّاسِ وَلِيُنذَرُوا بِهِ وَلِيَعْلَمُوا أَنَّمَا هُوَ إِلَـٰهٌ وَاحِدٌ وَلِيَذَّكَّرَ أُولُو الْأَلْبَابِ
এটা মানুষের একটি সংবাদনামা এবং যাতে এতদ্বারা ভীত হয় এবং যাতে জেনে নেয় যে, উপাস্য তিনিই-একক; এবং যাতে বুদ্ধিমানরা চিন্তা-ভাবনা করে।(সূরা ইবরাহিম-৫২)
فَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَا قَوْمِ لَقَدْ أَبْلَغْتُكُمْ رِسَالَاتِ رَبِّي وَنَصَحْتُ لَكُمْ ۖ فَكَيْفَ آسَىٰ عَلَىٰ قَوْمٍ كَافِرِينَ
অনন্তর সে তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বললঃ হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে প্রতিপালকের পয়গাম পৌছে দিয়েছি এবং তোমাদের হিত কামনা করেছি। এখন আমি কাফেরদের জন্যে কেন দুঃখ করব।( সূরা আ'রাফ-৯৩)
(২)
তাবলীগের ফায়দাঃ-
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
لَأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلًا وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ
“তোমার মাধ্যমে যদি আল্লাহ একজন লোককেও হেদায়েত দেন তবে তা তোমার জন্য একটি লাল উট পাওয়া থেকেও উত্তম।” (বুখারী ১২/৩৭)
তিনি আরো বলেন:
مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنْ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا
“যে ব্যক্তি হেদায়েতের পথে আহবান করে সে ঐ পরিমাণ সওয়াবের অধিকারী হয় যে ব্যক্তি তদনুযায়ী আমল করে। কিন্তু এতে আহ্বানকারীর সওয়াব কমানো হয় না।”(সুনানু আবি দাউদ-৪৬০৯)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/31389
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
তাবলীগের অনেক ফায়দা রয়েছে। সর্বোত্তম ফায়দা হল, যিনি দ্বীনের দাওয়াত দিবেন, উনার নিজের আ'মল মজবুত হবে।
(৪+৫)
তাবলীগের বিভক্তির কারণ কি? কোন দল হকপহ্নী? সেটা জানতে নিকটস্থ কোনো দারুল ইফতায় যোগাযোগ করবেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/36
(৬)
তাবলীগ এর সাথি হওয়ার কোনো শর্ত নাই। যে কেউ যেকোন সময় তাবলীগে যেতে পারবে। তাবলীগ কাজে বিশ্বাসী।যেই তাবলীগের কাজ করবে,দাওয়াহর কাজ করবে, তাকে দাঈ হিসেবে বিবেচনা করা হবে।
(৭)
তাবলীগে মাসতুরাত জামাতের অনেক ফায়দা রয়েছে।
সর্বোত্তম ফায়দা হলো, প্রতি ঘরের কোণে কোণে দ্বীনের দাওয়াত পৌছবে।