আসসালামু আলাইকুম। দয়া করে উত্তর দিবেন হুজুর।
একদিন আমি আমার মা কে বলতেছিলাম যে, মা অনেকে বিয়ের আগে অনেক কিছু বলে -" অমুক করলে বিয়ের পরে তালাক, তমুক করলে বিয়ের পরে তালাক"। এগুলা বললে যে বিয়ের পরে প্রব্লেম হয় সেটা আমি মাকে এভাবে তালাক বলে বলে বুঝাইতেছিলাম। অন্য একদিন আমার এক ফ্রেন্ড আমাকে মজা করে বলতেছিলো যে, তোর শাশুড়ী ভালো হবে না। তখন আমি বলেছিলাম যে - " ভালো না হইলে আর কি হবে। ডিভোর্স দিয়ে চলে আসবো "। শুধুই মজা করে বলেছিলাম।
এখন আমার প্রশ্ন হলো - ১))) মেয়েরা এমন করে বললে কি কোনো প্রব্লেম হবে? বিয়ের আগে বা পরে কোনো তালাক হবে?
২))) তালাকের মাসালা পড়ার পরে থেকে যদি কেউ এভাবে বলতে থাকে বিয়ের আগে সুস্থ মনে বা অবচেতন মনে যে """"সে তালাক গ্রহণ করলো"""" যদিন এমন বলতেই থাকে। হুজুর ( সে ) টা আমি ই। কিন্তু সে বলে বুঝাইতেছি। আর আমাকে যদি বিয়ের পরে তালাকের অধিকার দেয়া হয়। সেক্ষেত্রে কি বিয়ের পরে কোনো তালাক হবে মেয়েরা বিয়ের আগে এসব বলার জন্য ?