আমি স্বপ্ন দেখলাম যে- ক্লাস টেন এ পড়ে এমন কিছু ছেলেরা এক মেয়েকে সবার সামনে অপমানিত করলো।মেয়েটা আমার পরিচিত। এতগুলো ছেলে মেয়েটাকে যখন ঘিরে ধরলো তখন আমি একটু ভয় পেয়ে চলে আসি,রাস্তায় ই দাঁড়ায় থাকি আমি। তারপর দেখলাম সেই মেয়েটা অনেক মন খারাপ বা কান্না করা একটা ভাব নিয়ে চলে যাচ্ছে।তাদের পিছনে সেই ছেলেরা। তাদের সবাইকে থামালাম। এরপর জিজ্ঞেস করলাম তোমরা ঐ মেয়েটার সাথে এমন আচরণ কেনো করলে? ওরা বললো- ও ক্লাসে অনেক ডিস্টার্ব করতো। মানে টিচার কে বেশি বেশি প্রশ্ন করতো। বেশি attitude দেখাইতো যেটা আমরা সহ্য করতে পারতাম না। এসব শোনার পর আমি তাদের বুঝালাম যে- আচ্ছা এসব করার জন্য ই কি আল্লাহ তা'আলা আমাদের দুনিয়ায় পাঠাইছেন?কিয়ামতের সেই কঠিন দিনে কিভাবে এসবের জবাব দিবো? সেই কঠিন দিনে যদি ঐ মেয়েটি তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেয় তাহলে কি জান্নাতে যেতে পারবা? এসব জান্নাত আর জাহান্নামের বিষয়ে তাদের বুঝালাম। বললাম আর এসব করবা; তারা বললো না আপু। এরপর বললাম- এই সময় গুলা এভাবে নষ্ট না করে ভালো কাজে লাগাতে পারো। তারা বললো কিভাবে আপু? বললাম ভালো কিছু বই পড়ার মাধ্যমে। তারপর বললাম- চলো আমর একটা বই পড়ার প্রতিযোগিতার আয়োজন করি।তারাও খুব উচ্ছ্বসিত হয়ে হ্যা সূচক সম্মতি দিলো। বললাম গ্রাম থেকে অল্প কিছু টাকা তুলে ফান্ড রাইজ করো। আর তোমাদের আরো বন্ধুদের এটা জানাও। আর যারা প্রথম, দ্বিতীয়,তৃতীয় হবে তাদের জন্য থাকবে পুরষ্কার। তারা টাকা তুলতে গেলো। টাকা তোলা শেষ করে গণনা কাজ চলছিলো। তখন ই ঘুম ভেঙে যায়।
এই স্বপ্নের কি কোনো ব্যাখ্যা আছে? ব্যাখ্যা কি উস্তায জানাবেন ইনশাআল্লাহ। এমন না যে ঘুমানোর আগে এমন কিছু ভাবছিলাম।কিছুই ভাবি নি।