সরকার মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি ট্রেনিং এর ব্যবস্থা করেছে। সেখানে সকল এমপিভুক্ত শিক্ষক এবং ১ বছরের বেশি চাকরী করা খন্ডকালীন শিক্ষক দের যেতে বলা হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে যারা এক বছরের কাছাকাছি কিন্তু বছর পূর্ন হয়নি, তাদের কেও প্রতিষ্টান থেকে প্রত্যয়ন লিখে দেওয়া হয়েছে যে তারা এক বছরের বেশি সময় থেকে চাকুরী করছেন, কারণ এই ট্রেনিং করলে নতুন কারিকুলামে ক্লাস কিভাবে করাতে হবে তারা তার কিছুই বুঝবে না। এমতাবাস্তায় এই মিথ্যা প্রত্যয়নে অনেকে ট্রেনিং করছেন। যারা কষ্ট করে ট্রেনিং করেন, তাদের আসা যাওয়া খাওয়া ও সম্মানী বাবদ কিছু টাকা সরকার দেয়। এখন যে সকল খন্ডকালীন স্যারেরা একবছরের কম চাকরী করেও, ট্রেনিং করছেন কষ্ট করে আসা যাওয়া করছেন, তাদের জন্য কি এই টাকা জায়েজ হবে?
(প্রশিক্ষক একজনকে বলেছিলাম এটার বিষয়ে তারা বললেন, আপনার প্রতিষ্টান যদি বলেন আপনি একবছর থেকে আছপন তাহলে তো তারা টাকা দিবেই, তারা কি খোজ করবে)