আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
115 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (53 points)
edited by
১.ছেলে এবং মেয়ে যদি ইজাব ও কবুল করে থাকে তাহলে উভয়ের বাবা সাক্ষী হতে পারবে।

এক্ষেত্রে মেয়ে প্রস্তাব দিবে এমন কিছু? বিস্তারিত বললে ভালো হতো,বুঝতে পারিনি।

২. তাড়াতাড়ি বিয়ে করা কি সুন্নাহ?

৩.মসজিদে বিয়ে করা কি সুন্নাহ?

৪.মেয়ে পালিয়ে বিয়ে করলে তার বিয়ে কি শুদ্ধ হবে? ছেলের পরিবারের সবাই ছিল। মেয়ের বাবা বয়স ১৮ বছর হলে বিয়ে দিতে চেয়েছিলেন।

৫. ঈসা (আ) যখন পৃথিবীতে আবার আসবেন তখন কি আমাদের নবীর(সা) উম্মত হয়ে আসবেন?

৬. সোশ্যাল মিডিয়াতে লাভ রিয়্যাক্ট দেয়া কি হারাম?

৭.বিতর নামায কিভাবে আদায় করবো?

৮.বিতর নামাজে সূরা কাফিরুন পড়া কি সুন্নাহ?

৯.লাউ,মিষ্টি খাওয়া কি সুন্নাহ?

১০.মহিলারা বাসায় বাসায় তালিম করে। এই তালিম শেষে সবাই মিলে মুনাজাত করে;এটা কি বিদয়াত?

১১.জুমার দিনে গোপনাঙ্গ এর লোম কাটা কি সুন্নাহ?

1 Answer

0 votes
by (589,380 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)ছেলে এবং মেয়ে যদি ইজাব ও কবুল করে থাকে, তাহলে উভয়ের সাক্ষী তাদের বাবা হতে পারবে।এক্ষেত্রে মেয়ে প্রস্তাব দিবে এমন কিছু না, বরং যে কোনো একজন প্রস্তাব দিতে পারবে, অপরজন গ্রহণ করে নিতে পারবে। এভাবে বিবাহ সংগঠিত হয়ে যাবে।

"(وَ) شُرِطَ (حُضُورُ) شَاهِدَيْنِ (حُرَّيْنِ) أَوْ حُرٌّ وَحُرَّتَيْنِ (مُكَلَّفَيْنِ سَامِعَيْنِ قَوْلَهُمَا مَعًا) عَلَى الْأَصَحِّ (فَاهِمَيْنِ) أَنَّهُ نِكَاحٌ عَلَى الْمَذْهَبِ بَحْرٌ (مُسْلِمَيْنِ لِنِكَاحِ مُسْلِمَةٍ وَلَوْ فَاسِقَيْنِ أَوْ مَحْدُودَيْنِ فِي قَذْفٍ أَوْ أَعْمَيَيْنِ أَوْ ابْنَيْ الزَّوْجَيْنِ أَوْ ابْنَيْ أَحَدِهِمَا، وَإِنْ لَمْ يَثْبُتْ النِّكَاحُ بِهِمَا) بِالِابْنَيْنِ".
تحته في رد المحتار:
"(قَوْلُهُ: وَإِنْ لَمْ يَثْبُتْ النِّكَاحُ بِهِمَا) أَيْ بِالِابْنَيْنِ أَيْ بِشَهَادَتِهَا، فَقَوْلُهُ: بِالِابْنَيْنِ بَدَلٌ مِنْ الضَّمِيرِ الْمَجْرُورِ، وَفِي نُسْخَةٍ لَهُمَا أَيْ لِلزَّوْجَيْنِ، وَقَدْ أَشَارَ إلَى مَا قَدَّمْنَاهُ مِنْ الْفَرْقِ بَيْنَ حُكْمِ الِانْعِقَادِ، وَحُكْمِ الْإِظْهَارِ أَيْ يَنْعَقِدُ النِّكَاحُ بِشَهَادَتِهِمَا، وَإِنْ لَمْ يَثْبُتْ بِهَا عِنْدَ التَّجَاحُدِ وَلَيْسَ هَذَا خَاصًّا بِالِابْنَيْنِ كَمَا قَدَّمْنَاهُ". (الشامية، كِتَابُ النِّكَاحِ، ٣ / ٢١ - ٢٤، ط: دار الفكر) فقط والله أعلم


(২) তাড়াতাড়ি বিয়ে করাই সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' ২৫ বৎসর বয়সে বিবাহ করেছিলেন।

(৩)মসজিদে বিয়ে করা সুন্নাহ।

(৪)মেয়ে পালিয়ে বিয়ে করলে তার বিয়ে শুদ্ধ হবে। যদিও পালিয়ে বিয়ে করা চরম পর্যায়ের নির্বুদ্ধিতা।

(৫) ঈসা (আ) যখন পৃথিবীতে আবার আসবেন তখন তিনি আমাদের নবীর(সা) উম্মত হয়েই আসবেন।

(৬) সোশ্যাল মিডিয়াতে লাভ রিয়্যাক্ট দেয়া অনুচিত।

(৭)বিতর নামায কিভাবে আদায় করবেন, সে সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/859

(৮)বিতর নামাজে সূরা কাফিরুন,সূরায়ে ইখলাস পড়া  সুন্নাহ।

(৯)লাউ খাওয়া সুন্নাহ। তবে এটা সুন্নতে গায়রে মু'আক্কাদাহ। 

(১০)মহিলারা বাসায় বাসায় তালিম করে। এই তালিম শেষে সবাই মিলে মুনাজাত করে;জরুরী মনে না করলেএটা বিদয়াত হবে না।

(১১) জুমার দিনে গোপনাঙ্গ এর লোম কাটা সুন্নাহ তথা মুস্তাহাব। বিনা কর্তনে ৪০ দিন অতিক্রম করা মাকরুহ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (589,380 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 118 views
...