আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ
জীবনের অনেক জটিল একটা মুহূর্তে দাড়িয়ে আছি। বুঝতে পারছিনা কি সিদ্ধান্ত নিবো, কোনটা ঠিক হবে।
আমার বিয়ে হয়েছে এক বছর পার হলো আলহামদুলিল্লাহ।
আমি একটা ভুল করেছিলাম, যেটা আমার স্বামীর কাছে ধরা পড়ে। ধরা পড়ার আগেই সেই ভুলের জন্য অনুতপ্ত ছিলাম। ধরা পড়ার পর বার বার উনার কাছে ক্ষমা চেয়েছি, কান্নাকাটি, পায়ে ধরা কোনোটাই বাদ যায় নি। এবং এখনো পর্যন্ত ক্ষমা চেয়ে ই যাচ্ছি। কিন্তু কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না। এইসব নিয়ে তিনি উনার পরিবার এবং আমার পরিবারের সবাইকেই বিশ্লেষণ করে এমন ভাবে বুঝিয়েছে যেনো কত বড় অপরাধ করে ফেলেছি, কিন্তু কি করেছি সেটা বলে নাই। এখন সবাই কি কি ভাবছে আল্লাহ্ ভালো জানেন।
স্বামীর আচার আচরণে আমি এখন ভুলেই গেছি আমার যে বিয়ে হয়েছে বা আমার স্বামী আছে! আমার ভুল টা করার আগেও উনার মধ্যে আমার জন্য ভালোবাসা দেখি নাই, সকালে খেয়ে বের হয় তারপর আবার দুপুরে খেয়ে আবার বের হয় রাত ৯/১০ টায় ফিরে। একরাত খেলা দেখার জন্য সারারাত বাহিরেই ছিলো ফজরের পর ঘরে ফিরে। (ঢাকায় থাকে পড়ার জন্য, এখনো ছাত্র)।। আর এখন তো তিনি কাজের মেয়ের মতো ব্যাবহার করে। স্পষ্ট বলে দিয়েছে আমাকে আর চায় না, আমার থেকে কোনো সন্তান ও চায় না। আমার জন্য নাকি উনার জীবন জাহান্নাম হয়ে গেছে, আরো অনেক কিছুই শুনতে হয়েছে,শুধু ছাড়তে চায়। আর তার পরিবারের সদস্য রা ও প্রচুর খারাপ ব্যাবহার করে (স্বামীর ৬ বোন, ৪ জনের বিয়ে হয়েছে। সবাই বেশিরভাগ বাপের বাড়িতেই থাকে, আর ৪ নাম্বার জন এখনো বিয়ের পর ১০ দিনের জন্য বেড়াতে গিয়েছেন শ্বশুর বাড়ি, উনার বিয়ে হয়েছিলো আমার বিয়ের ২ মাস আগে)। ৬ বোন মা মিলে সারাক্ষণ এটা সেটা নিয়ে খোটা দেয়া এবং খাওয়ার খোটা ও। এগুলা শুরু থেকেই করে আসছে। দিন দিন বাড়ছে। উঠতে বসতে কথা শোনায় সবাই, সামান্য সামান্য বিষয় নিয়ে।
এখন স্বামীর কাছে এবং ওই পরিবারের কোথাও আমি এতটুকু শান্তি খুঁজে পাই না। জাহান্নামের মতো লাগে। ।
স্বামীকে বলেছিলাম যেহেতু আমাকে চায় না, তো আমি বাবার বাড়ি থেকে হেফজ টা কমপ্লিট করি। কিন্তু তিনি সেটাতেও নারাজ।
"আমাকে আর চায় না" এই কথা টা ৩-৪ বার বলেছে মুখে, আবার মেসেজ এ ও বলেছেন ২ বার হয়ত।'ছেড়ে দিবো ' এটা বলেছে অনেকবার। আমি বললাম, "আপনাকে ছাড়া থাকবো কিভাবে।" উনি আমাকে বলে, " উনার থেকে ভালো একজন কে নিয়ে সুখে থাকবো"।
উনি বলে আর কোনো কিছু করেই আমি উনার মন গলাতে পারবো না, আমাকে চায় না এটা ১০০% শিউর করে বলেছে।Kazi Anika:
'ছেড়ে দিবো ' এটা বলেছে অনেকবার। আমি বললাম, "আপনাকে ছাড়া থাকবো কিভাবে।" উনি আমাকে বলে, " উনার থেকে ভালো একজন কে নিয়ে সুখে থাকবো"।
উনি বলে আর কোনো কিছু করেই আমি উনার মন গলাতে পারবো না, আমাকে চায় না এটা ১০০% শিউর করে বলেছে।
আমি বলি ছাড়ছেন না কেনো। উনি বলে, আমার পরিবারের কাছে কারণ উপস্থাপন করতে পারছে না এইজন্য।
আমাকে ঐখানে রাখলেই ওদের লাভ, আমাকে একটা কাজের মেয়ের মতোই ওরা ওখানে রেখেছে। কিন্তু নিজের শারীরিক অবস্থা যদি ভালো হতো এটাও করতে পারতাম (কোমর, ঘাড় থেকে পিঠের শেষ ভাগ পর্যন্ত প্রচুর ব্যাথা করে প্রতিদিন) সারাদিন এই ব্যাথা নিয়ে কাজ করার পর রাতে যখন বিছানায় যাই , ব্যাথায় সারারাত ছটফট করি। এমন ও অনেক রাত গিয়েছে যে সারারাত ব্যাথায় কান্না করেছিলাম, ঘুম হয়নি। অনেক ডক্টর ও দেখিয়েছে আমার আম্মু আব্বু। কিন্তু কাজ হচ্ছে না।
শ্বশুর বাড়িতে আমি আর যেতে চাই না একদিন এর জন্য ও।
এখন আপাতত বাবার বাসায় আছি। স্বামী আমাকে আর কোনো ভাবেই চায় না, কোনো বাচ্চা চায় না (এইসব যেনো কখনো না শুনে এভাবে কঠোর ভাবে বলেছে)।
এগুলোর জন্য কিছু হবে না? তাকে কল দিলেও রিসিভ করে না, সব জায়গায় আমাকে ব্লক করে রেখেছে, অন্য কোথাও থেকে মেসেজ দিলে সেটা দেখে আর কিছু বলে না।
এই মুহূর্তে কি করা উচিত আমার?
এক বোনের প্রশ্ন