আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
স্ত্রী যদি স্বামীকে বলে বেশি বড়লোক হওয়র দরকার নাই।সবাই রক্ষিতা রাখে ধনীরা।স্বামী স্ত্রীর প্রতি ভালবাসা প্রকাশে বলে আমার বউই আমার রক্ষিতা।মানে স্বামী বুঝাতে চেয়েছে স্ত্রীই থাকলে হবে আর কাউকে লাগবে না।এর দ্বারা কি কোন সমস্যা হবে স্বামী স্ত্রীর সম্পর্কে? তালাকের নিয়ত ছিল না।স্বামী জানেও না এসব বললে কোন সমস্যা হতে পারে কিনা বা হবে কিনা শুধু স্ত্রীর প্রতি ভালবাসা প্রকাশে বলেছে।