আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ উস্তাজ।
আমরা ট্রান্সজেন্ডার সচেতনতা ক্যাম্পেইনের জন্য কিছু বই এবং লিফটে বিতরণ করছি। এগুলো বিতরণের জন্য কেউ স্বইচ্ছায় টাকা ডোনেট করতে চাইলে আমার বিকাশ নাম্বারে টাকা ডোনেট করতে পারবে, এমনটা উল্লেখ করে গ্রুপে পোস্ট দিয়েছি। টাকাটা যে এই ক্যাম্পেইনের জন্যই দিয়েছে এজন্য আমি বলে দিয়েছি রেফারেন্স লিখে দিতে, যাতে আমার বুঝতে সুবিধা হয়।
১৪ ই ডিসেম্বর আমার নাম্বারে এক জায়গা থেকে টাকা এসেছিল, ক্যাশ ইনের। ক্যাশ ইনে রেফারেন্স থাকে না। টাকার পরিমাণ ২০০০০ (অল্প কিছু কমবেশি) এখন যেহেতু এজেন্ট নাম্বার (কোনো দোকান) থেকে টাকা পাঠানো হয়েছে, তাই আমি কল দিয়ে নিশ্চিতও হতে পারছি না যে টাকাটা ভুলে এসেছে নাকি উনি এ খাতেই টাকা পাঠিয়েছেন। এজেন্ট নাম্বারে কল দিলে যদি উনি প্রতারণা করেন (যদি টাকাগুলো নেয়ার জন্য বলেন যে টাকাগুলো ভুলে গিয়েছে, আমাকে পাঠিয়ে দিন) তাহলেওতো সমস্যা।
আমরা গ্রুপে পোস্ট দিয়েছি যে- যিনি টাকাটা পাঠিয়েছেন তিনি আমাদের সাথে যোগাযোগ করুন। এখনও কেউ যোগাযোগ করেনি। এতোগুলা টাকা আমার কাছে রাখতেও ভয় লাগছে। টাকাগুলো খরচ করে ফেললে পরে কেউ চাইলে দিয়ে দেয়াও সম্ভব না আমার পক্ষে।
এখন এই টাকাটা কি ট্রান্সজেন্ডার ক্যাম্পেইনের হিসেবে ধরে নিয়ে ওই খাতে ব্যয় করতে পারবো আমরা? মানে ওই টাকা দিয়ে লিফলেট, বই কিনে তা বিভিন্ন জায়গায় বিতরণ করতে পারবো আমরা?
এই খাতটা সম্পূর্ণ উম্মাহের খিদমতের জন্যই। এর থেকে আমার কিংবা আমাদের গ্রুপ মেম্বার কাউকেই কোন প্রকার পারিশ্রমিক দেয়া হয়না বা নিজস্ব কাজে খরচ করা হয়না।