Assalamualaikum rahmatullahi wa Barkathu,
শায়েখ ওলী উল্লাহ হুজুর, অনেক দিন আগের ঘটনা। আমি বলেছিলাম বিয়ের পূর্বে , বউ কথা না শুনলে ডিভোর্স দিবো বা ডিভোর্স।
মনে হচ্ছে ডিভোর্স দিবো/ ডিভোর্স এই দুটো কথা বলেছি। হয়ত কখনো ডিভোর্স দিবো। বা কখনো ডিভোর্স এমন বলা হয়েছে। তাই মনে হচ্ছে। এই নিয়ে এমাদাদুল হুজুর কে প্রশ্ন করেছিলাম তিনি বলেছেন। ডিভোর্স হবে না। শর্ত তালাক হবে না।
**** হুজুর এক্ষেত্রে তালাক হবে না তাই তো ওলী উল্লাহ হুজুর??
জাযাকাল্লাহ খায়রান