জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আমরা এভাবেও বলতে পারি যে, পিতা-মাতার উপর সন্তানের সর্বপ্রথম হক হচ্ছে, তার জন্য সুন্দর নাম নির্বাচন করা।
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। -মুসনাদে বাযযার (আলবাহরুয যাখখার), হাদীস ৮৫৪০
হযরত আবুদ দারদা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
إِنّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ.
কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে (অর্থাৎ এভাবে ডাকা হবে- অমুকের ছেলে অমুক)। তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখ। -সুনানে আবু দাউদ, হাদীস ৪৯৪৮
,
আরো জানুনঃ
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
(০১)
عَمْر ج أَعْمَار ، عُمُور
['আম্র] শব্দের অর্থঃ-
জীবন
জীবদ্দশা
জীবনকাল
প্রাণ
বয়স
ধর্ম
দাঁতের ফাঁকের মাংস
শপথ
عُمْر ، عُمُر ج أَعْمَار
['উম্র, ওমর 'উমুর] শব্দের অর্থঃ-
জীবনকাল
জীবদ্দশা
জীবন
বয়স
দাঁতের ফাঁকের মাংস
ধর্মশালা
উপাসনালয়
মসজিদ
মন্দির
গীর্জা
أَحْمَد [حمد]
[আহ্মাদ] শব্দের অর্থঃ-
অধিকতর প্রশংসনীয়
হযরত মুহাম্মদ (স)-এর আরেক নাম
★আফনান নামের অর্থ গাছের সম্পূর্ণ ছড়িয়ে পড়া শাখা , গাছ বৃদ্ধি
أُفْنُون ج أَفَانِين [فنن]
[উফ্নূন] শব্দের অর্থঃ-
রকম
প্রকার
শ্রেণী
ধরন
পদ্ধতি
ডাল
শাখা
প্রথম যৌবন
প্রথম মেঘ
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
'ওমর আহমেদ আফনান' নামটা অর্থগতভাবে এবং অন্যান্য দিক দিয়ে ঠিক আছে।
এক্ষেত্রে ওমর বলা যাবে, উমার বলাও যাবে।
উভয়টিই বলা যাবে।
কোনো সমস্যা নেই।
(০২)
আহমাদ বলাটাই শুদ্ধ।
আহমেদ বলা আরবি ভাষা ও "অধিকতর প্রশংসনীয়" এই অর্থ নেয়ার দিক হতে সঠিক নয়।
(০৩)
سُهَيْل
[সুহাইল] শব্দের অর্থঃ-
উজ্জ্বল তারকাবিশেষ
অগস্ত্যতারা
Canopus
সুতরাং এথেকেই মূলত সোহেল নাম।
এর অর্থঃ- জ্যোৎস্না। উজ্জ্বল তারকাবিশেষ।
★মিঞা শব্দটি ফার্সি, যার অর্থ সর্দার, হাকেম, অভিভাবক, ওয়ারিশ।