ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাব,
নামাযে তিন তাসবীহ পরিমাণ
চুপ থাকার কারণে সাহু সিজদা ওয়াজিব হয়।
(ফাতাওয়া হিন্দিয়া ১/১৩১; ফাতাওয়া খানিয়া ১/১২২;
খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৩;
বাদায়েউস সানায়ে ১/৪০২;
শরহুল মুনইয়াহ পৃ. ৪৬৫;
আলমুহীতুল বুরহানী ২/৩৩৯;
ফাতাওয়া তাতারখানিয়া ১/৭৪৭;
আদ্দুররুল মুখতার ২/৯৩ ও ১/৪৫৬)
কেউ যদি সূরা ফাতেহার পর বড়
এক আয়াত বা ছোট তিন আয়াত পড়া যায়–এই পরিমাণ চুপ
থাকে তাহলে নামাজের একটি ওয়াজিব আদায়ে দেরি করার কারণে তার উপর সাহু সিজদা ওয়াজিব হবে।
এবং নামাজের শেষ বৈঠকে সেজদায়ে সাহু আদায় করে নিতে হবে। তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে,
নতুন করে আর নামাজ শুরু করতে হবে না।
-(তাহতাবী ১/৩১১ ফাতাওয়া দারুল উলুম ৩/৩৮৬)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
প্রশ্নে উল্লেখিত ছুরতে মুখের জড়তার কারণে বা চেষ্টা করার পরও পরবর্তি শব্দ উচ্চারণে
তিন তাসবীহ পরিমাণ চুপ থাকা বা বিলম্ব হওয়ার কারণে সাহু সিজদা ওয়াজিব হবে না। কিন্তু ইচ্ছকৃত
ভাবে তিন তাসবীহ পরিমাণ চুপ থাকলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে।