ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাব,
https://ifatwa.info/37933/ নং ফাতওয়ায় আমরা বলেছি যে,
কিছু তালাকের ক্ষেত্রে তালাকের অধিকার দেয়ার পর আবার ফিরিয়ে
নেয়া যাবে। আর কিছু ক্ষেত্রে তালাকের অধিকার দেয়ার পর আর ফিরিয়ে নেয়া যাবে না। যদি
কেউ এমনিতেই তালাকে অধিকার দেয়, তাহলে সেটা মজলিস তথা বৈঠক পর্যন্তই
সীমাবদ্ধ থাকবে। কিন্তু যদি কেউ বলে, যখনই তুমি তালাক চাইবে,
তখনই তুমি তালাক দিতে পারবে, তাহলে সেটা মজলিসের
উপর সীমাবদ্ধ থাকবে না। বরং যে কোনো সময়ই তালাক দেয়া যাবে।
وَإِنْ قَالَ لَهَا: طَلِّقِي نَفْسَكِ مَتَى
شِئْتِ فَلَهَا أَنْ تُطَلِّقَ فِي الْمَجْلِسِ وَبَعْدَهُ وَلَهَا الْمَشِيئَةُ
مَرَّةً وَاحِدَةً وَكَذَا قَوْلُهُ: مَتَى مَا شِئْتِ وَإِذَا مَا شِئْتِ وَلَوْ
قَالَ: كُلَّمَا شِئْتِ كَانَ ذَلِكَ لَهَا أَبَدًا حَتَّى يَقَعَ ثَلَاثًا كَذَا
فِي السِّرَاجِ الْوَهَّاجِ.
যদি স্বামী তার স্ত্রীকে বলে, তুমি যখন চাইবে
তখন তুমি নিজেকে তালাক দিতে পারবে,
তখন স্ত্রী তার নিজেকে মজলিসের ভিতর এবং মজলিসের বাহিরে উভয় অবস্থায় তালাক দিতে পারবে
এবং মহিলা শুধুমাত্র একবারই তালাক দিতে পারবে। কিন্তু যদি স্বামী তার স্ত্রীকে বলে,
যখনই তুমি চাইবে, তখন তুমি নিজেকে তালাক দিতে পারবে,
তাহলে স্ত্রী নিজেকে তিন তালাক পর্যন্ত দিতে পারবে এবং এ তালাক সর্বদাই
স্ত্রী দিতে পারবে। (আস-সিরাজুল ওয়াহহাজ) (ফাতাওয়ায়ে হিন্দিয়া।১/৪০৩)
যদি কেউ শর্তে সাথে
তালাককে সম্পর্কযুক্ত করে,তাহলে সেই তালাক থেকে মুখ ফিরানো অসম্ভব।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!
তালাকের অধিকার বা হক শুধুমাত্র স্বামীর। স্বামী চাইলে সে তার
তালাকের অধিকার তার স্ত্রীকে দিতে পারে। অধিকার দেয়ার পর সে চাইলে তার অধিকারকে আবার
ফিরিয়ে নিতেও পারে।
তবে শর্তের সাথে তালাকের অধিকার দিয়ে দিলে আর ফিরিয়ে নেয়ার কোনো
সুযোগ থাকে না। অথবা এমন শব্দ ব্যবহার করে অধিকার দিলে, যা চিরস্থায়ী অধিকার বলে গণ্য হয়, সেই অধিকারকেও ফিরিয়ে
নেয়া যায় না।
শর্তের সাথে তালাকের অধিকারটি চিরস্থায়ী অধিকারের স্থলাভিষিক্ত
হয়ে যায়, সেইজন্য শর্তের সাথে প্রদত্ব তালাককে ফিরিয়ে নেয়ার কোনো সুযোগ
থাকে না।
আরো জানুন- https://ifatwa.info/50539/?show=50539#q50539
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নে উল্লেখিত ছুরতে উক্ত কথা দ্বারা স্ত্রীকে “তালাকে
তাফবীজ” বা তালাক গ্রহণের অধিকার দেওয়া বুঝায় না। বরং উক্ত কথাটি স্বামী যদি তালাকের
নিয়তে বলে তাহলে তালাকে কেনায়া হবে। তবে তালাকের নিয়ত ছাড়া বললে কোন তালাক হবে না।
তালাকে কেনায়া সম্পর্কে জানতে: https://www.ifatwa.info/1049