আসসালমুআলাইকুম ওয়া রাহাতুল্লাহ ওয়া বারকাতুহু,
সম্মানিত শায়েখ,
শায়েখ, আমি খুব বেশি ঘুমায়, সেই জন্য স্ত্রীর মনে একটু রাগ থাকে।
তাই নিয়ে কথা হতে হতে বলেছে , আমি না কাজ করে দিলে তুমি কিছুই পারবে না। আমিও বলেছি তুমি ছাড়াও আমি সব কাজ করতে পারবো( স্ত্রীর হেল্প ছাড়া সব কাজ করতে পারবো)
স্ত্রী বলছে আমি তোমার সাতে কথা বলার সময় ই পাইনা। তুমি ঘুমা বা নাকি সারাক্ষণ? আমি বললাম হ্যাঁ।
"""" দিয়ে স্ত্রী বলছে তাহলে আমাকে কথা বলা অন্য লোক দেখতে হবে"""""
স্ত্রীর এই কথার দরুন কি কোনো তালাক হবে?? স্ত্রীর তালাকের অধিকার প্রাপ্তা হলে এই কথার জন্য কি তালাক হবে??
জাযাকাল্লাহ ।