১. আমি বড় পেরেশানিতে পরেছি শায়েখ, আমার বউ এর একাধিক আইডি আছে। ৩ টা, মাঝে মাঝে এগুলো থেকে মজা করে নক দিতো আমিও মজা করতাম। আজকে হঠাৎ সন্দেহ হচ্ছে যে, সে একটি আইডি থেকে নক দেওয়ায় আমি হয়তো তাকে এভাবে বলে ফেলেছিলাম যে "আমি আগের জনকে ছেড়ে দিছি এখন থেকে তুমি আমার সব" বা "আমি আমার বউকে চেরে দিছি" এই ধরনের কোনো কথা বলেছি। এটা শুধুই সন্দেহ হচ্ছে যেহেতু এসব বলে মজা করতাম, কিন্তু এভাবে বলেছি কখনো এমনটা মন সায় দেয় না, আর বললেও এগুলো বিয়ের আগে বলেছি বলে মনে হয়। এভাবে সন্দেহ শুরু হওয়ায় সকাল থেকেই খুব অশান্তির মাঝে আছে। এই সমস্যা আমার আগে ছিলো, ফলে আমি আমাদের সব পুরাতন চ্যাট গুলো ডিলেট করে দিয়েছিলাম, আজকে সেগুলো পাই নাই, তাই এগুলো রিকোভার করার চেষ্টা করছি, কিন্তু বউএর কাছে থাকলেও তাকে বলতে লজ্জা করছে, কিছু দিন আগেও একটা সন্দেহ থেকে তার মোবাইল নিয়ে ঘাটাঘাটি করেছিলাম কিন্তু সেরকম কিছুই পাই নি, আবার এরকম করতে আমার মন মানছে না, লজ্জাও লাগছে।
এখন আমার কি করনীয় শায়েখ আমাকে একটি বুদ্ধি দিন, ম্যাসেজ গুলো রিকোভার করে কি দেখতে হবে???
(আমার মন সায় দেয় এমন কিছু বলি নি, বললেও বিয়ের পরে বলি নি, কিন্তু সন্দেহের বশে বারবার বিপরীত টাও মনে হয়...)
২. এরকম সন্দেহ মাথায় সামনে যদি আরো আসে কি করবো?
৩.ওয়াটসাপে কথা বলার সময়, আমাী স্ত্রী আমাকে বললো " তুই আমারে মুক্তি দে,কদিন পরপর এইসব জ্বালা ভালো লাগে না" তখন আমি জবাবে একটি লাইন লেখি" আচ্ছা বউ, তুমি বলো তো, আমি তোমারে কি এমন বললাম।
এই ম্যাসেজ টাইপের সময় "আচ্ছা বউ" লিখে একটু থামি তখন মাথায় আসে, এভাবে লিখলে কি বউ এর মুক্তি দে কথার জবাবে আচ্ছা,বা সম্মতি চলে আসে? তখন মনে হলো আমি তো এই নিয়তে আচ্ছা বউ বলছি না তারপর সব লাইন লিখে সেন্ড করি। এর ফলে কি কোনো তালাক পতিত হয়েছে? যেহেতু এটা মজলিশ ছিলো..
(উল্লেখ্য আমি আচ্ছা বউ বলে ম্যাসেজ লিখা শুরু করেছিলাম, অনেক সময় আমরা মানুষকে প্রশ্ন করার সময়, আচ্ছা বলে প্রশ্ন শুরু করি না?যেমন, আচ্ছা স্যার এটা কিভাবে হলো, আচ্ছা হুজুর এটা জায়েজ কি না, এই নিয়তে আচ্ছা লিখা)