আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
86 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
আসসালামু আলাইকুম হুজুর
আমি একজন মেয়ে৷
আমি একটি বিষয় নিয়ে খুব বেশী অশান্তিতে আছি।
যদি সমাধান দিতেন। আমার আগে দ্বীনের বুঝ ছিল না৷ কয়েক বছর থেকে একটু একটু করে নিজেকে পরিবর্তন করছি৷ তো এর আগে জীবনটা গুনাহগারের জীবন ছাড়া কিছুই ছিল না হয়ত৷ এখন সাধারণ সব গুনাহ এর জন্য তওবা তো করা যাবে৷
একটা এমন ব্যাপার আছে যেটা আমি বুঝতে পারছিনা।
আমার নানু মারা যায় ২০১৮ সালে৷ তার বয়স হয়েছিল অনেক। বৃদ্ধ মানুষ৷ শরীর বয়স্কদের মত নানান সমস্যা ছিল হয়ত৷
আমাদের বাসায় কিছুদিন ছিল৷ আম্মু আমার দায়িত্বে রেখে এক জায়গায় গিয়েছিল৷ আমি রান্না করে খাওয়াতাম৷ নানুর পেটে ব্যাথা ছিল৷ মাঝে মাঝে হইত আবার ভালো হয়ে যাইতো৷ পেট নরম হত ছটফট করত,  আবার ভালো হয়ে যেত। এটা প্রায় ই হত।
নানু এক বেলার তরকারি অন্য বেলায় খেতে চাইত না৷ কিন্তু আমি একদিন রাতের ভাজি নানুকে বোধহয় সকালে খেতে দিয়েছিলাম৷ ভাবছিলাম এমন আর কি৷ তরকারি তো বাসি হয় নাই ৷ নানু আমাকে জিজ্ঞেস করেছিল কিনা আমি মিথ্যা বলেছিলাম কিনা এটা আমার স্পষ্ট মনে নেই। মনে হয় আমি হয়ত মিথ্যা বলছিলাম।  আমি বা আমার বাবাও এটা খেয়েছিলাম বোধহয়৷
কিন্তু পরে নানুর ওই পেটে ব্যাথা আবার শুরু হয়,  আগে যেমন হত৷ কিন্তু এবার আর ভালো হয় না৷ পেট ব্যাথার পর ঠাণ্ডার টান চলে আসে৷ মৃত্যুর আগের লক্ষন গুলো শুরু হয়। প্রায় ৩দিন এমন চলে, হাসপাতালে নেওয়া হয়।  ডাক্তার বলে মিনি স্ট্রোক হয়েছে, আবার তার শেষ সময় হয়েছে এমন ইশারাও দেয়৷ তারপর হাসপাতালে মারা যান৷
এখন আমার বিভিন্ন ওয়াজ হাদিস শুনলে খালি মনে হয় আমি জীবনে যা করছি সব ই গুনাহ৷ আমি বোধহয় আমার নানুকে মেরে ফেলছি।
আমি ওই ভাজি দেওয়াতেই বোধহয় নানু মারা গেছে,।  এক সাহাবী তায়াম্মুম এর বদলে ভুল ফতোয়াতে গোসল করছে বলে মারা গেছিল। এটায় নাকি যে ফতোয়া দিছে তার শাস্তি হবে এমন হাদিস শুনে আমার অশান্তি অনেক গুন বেড়ে গেছে৷ মনে হচ্ছে আমার দ্বারা খুন হয়ে গেল কিনা৷ আম্মুকে জিজ্ঞেস করছি। আম্মু বলছে এমন কিছু না৷ তার যাওয়ার একটা উছিলা এটা৷
আপ্নারা যদি বলতেন আমার এ বিষয়ে কি করা উচিত৷ আমি আমার গুনাহ গুলো নিয়ে এমনিতেই খুব হতাশ হয়ে যাই। আর এটা অনেক বড় ব্যাপার।

1 Answer

0 votes
by (715,680 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযি-থেকে বর্ণিত তিনি বলেন- 
ﻋَﻦْ ﻋَﺒْﺪِ اﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﻋَﻤْﺮٍﻭ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻬُﻤَﺎ ﻗَﺎﻝَ: ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ اﻟﻠَّﻪِ - ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ -( «ﻛَﺘَﺐَ اﻟﻠَّﻪُ ﻣَﻘَﺎﺩِﻳﺮَ اﻟْﺨَﻼَﺋِﻖِ ﻗَﺒْﻞَ ﺃَﻥْ ﻳَﺨْﻠُﻖَ اﻟﺴَّﻤَﺎﻭَاﺕِ ﻭَاﻷَْﺭْﺽَ ﺑِﺨَﻤْﺴِﻴﻦَ ﺃَﻟْﻒَ ﺳَﻨَﺔٍ)ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ.
আল্লাহ তা‘আলা প্রত্যেক মানুষের তাক্বদীর লিপিবদ্ধ করেছেন আসমান-যমীন সৃষ্টির ৫০ হাজার বছর পূর্বে এবং তিনি যার ভাগ্যে যা লিপিবদ্ধ করেছেন তাই ঘটবে।(ছহীহ মুসলিম, মিশকাত হাদীস নং/৭৯)। 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/58

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ডাক্তার বলছে স্টোকের কারণে আপনার নানীর মৃত্যু হয়েছে, এই ভাজি খাওয়ানোর কারণে তো উনার মৃত্যু হয়নি, তাই আপনার গোনাহ হবে না। আপনার নানীর এইভাবে মৃত্যুটা উনার তাকদীরে লিপিবদ্ধ ছিলো।আল্লাহ আপনার নানীকে জান্নাত দান করুক,আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (715,680 points)
উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...