ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
মাগরিবের ওয়াক্ত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এশার ওয়াক্ত শুরু হয়। এশার ওয়াক্ত ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত থাকে। অর্থাৎ সাহরির ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত। (আল-বাহরুর রায়েক : ১/৪৩০)
এশার উত্তম সময় কোনটি?
রাতের এক-তৃতীয়াংশের শেষের দিকে এশার নামাজ পড়া উত্তম। অর্থাৎ এশার সময় হওয়ার সোয়া এক থেকে দেড় ঘণ্টা পরে এশার নামাজ পড়া। (আল-বাহরুর রায়েক : ১/৪৩০)
এশার মকরুহ সময় জেনে রাখুন
বিশেষ কোনো প্রয়োজন ছাড়া মধ্যরাতের পর এশা পড়া মকরুহ। রোগীর সেবা শরিয়ত অনুমোদিত প্রয়োজনের মধ্যে গণ্য হতে পারে। কিন্তু ওয়াজ মাহফিল প্রয়োজনের মধ্যে গণ্য হবে না। তাই ওয়াজ মাহফিলেও যথাসময়ে এশার নামাজ আদায় করা জরুরি। (আল-বাহরুর রায়েক : ১/৪৩১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এখন ডিসেম্বর মাসে এশার ওয়াক্ত শুরু হয় 6;32pm মিনিটে। এবং ফজর শুরু হয় ভোর 5:00am ঘটিকায়। সুতরাং 6:32 থেকে সোয়া থেকে দেড় ঘন্টা পর এবং মাগরিব থেকে নিয়ে এক তৃতীয়াংশের পর এশার নামায পড়াই উত্তম, তবে এতটুকু দেড়ী করা যাবে না যে, জামাত ছুটে যাবে বা জামাতে লোকসংখ্যা কম হবে। এবং এটা শীতকালের বিধান। তবে গ্রীষ্মকালে ওয়াক্ত শুরু হওয়ার কিছুক্ষণ পর নামায পড়াই উত্তম হবে।
"(و) تأخير (عشاء إلى ثلث الليل) قيده في الخانية وغيرها بالشتاء، أما الصيف فيندب تعجيلها (فإن أخرها إلى ما زاد على النصف) كره لتقليل الجماعة، أما إليه فمباح."
(كتاب الصلوة، ج:1، ص:367، ط:ايج ايم سعيد)
ফজরের ওয়াক্ত শুরুর পূর্ব পর্যন্ত এশার ওয়াক্ত বাকী থাকে।
کما في الدر المختار: و وقت العشاء والوتر منہ إلی الصبح، وفي رد المحتار: قولہ منہ أي من غروب الشفق علی الخلاف فیہ
(২)
তাদেরকে পড়াতে গিয়ে যেহেতু আপনার সময় ব্যয় হচ্ছে, আপনি সময়ের মূল্য গ্রহণ করতে পারবেন।চায় তারা শিখুক বা না শিখুন, আপনি যদি তাদেরকে শিখানোর চেষ্টা করেন, তাহলে আপনার জন্য বেতন হালাল হবে। তাদের বেতন ফিরিয়ে দিতে হবে না।