আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
235 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (3 points)
আসসালামু আলাইকুম

আমার উত্তরটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হতো

আমাদের এখানে একটি পেপার মিল রয়েছে। বিভিন্ন ধরনের কাগজ তৈরি হয় এখানে। আর বিড়ি বা সিগারেট তৈরির কাগজ ও তৈরি হয়। তবে অন্যান্য কাগজ ও তৈরি হয় শুধু বিড়ি তৈরির কাগজ হয় না।এখানে সিগারেট তৈরীর কাগজ তো হারাম তো অল্প কিছু হারাম তো এখানে থাকলো।আরো বিভিন্ন যে কাগজগুলো তৈরি হয় এই কাগজগুলো বিভিন্ন কার্ডবোড,নিউজ পেপার, আর্ট পেপার ইত্যাদি। এগুলো তো  হালাল ইনশাআল্লাহ।

তো যে কাগজগুলো হালাল উপায়ে ব্যবহার করা যাবে এবং হারাম উপায়ও চাইলে ব্যবহার করা যাবে যেমন কার্ডবোড কাগজ।একটি প্রতিষ্ঠান চাইলে হালাল প্রোডাক্ট প্যাকেটিং এর জন্য এই কাগজ ব্যবহার করতে পারে আবার চাইলে হারাম প্রোডাক্ট প্যাকেটিং এ ব্যবহার করতে পারে।

এখন সিগারেট তৈরি করার কাগজ বিক্রি করে হয়তো অল্প পরিমাণে ইনকাম হারাম হচ্ছে কোম্পানির তাহলে তো আমার ইনকাম হারাম হওয়ার কথা না যেহেতু পরিমাণটা  অল্প ।

বাকি যে কাগজগুলো তৈরি করছে আমার কোম্পানি ধরুন তারাই এমন কোন প্রতিষ্ঠানের কাছে জেনে শুনে বিক্রি করল যারা হারাম কোনো কাজে কাগজগুলো ব্যবহার করবে। সকল কাগজ হারাম কাজে ব্যবহার হল বিক্রি করার পরে

প্রশ্ন ১:আমার প্রতিষ্ঠানের কিছু প্রতিষ্ঠানের সাথে চুক্তি আছে যারা হারাম পণ্য উৎপাদন করে তো আমার প্রতিষ্ঠান কাগজ তৈরি করে তাদেরকে সাপ্লাই করে যাতে তারা কাগজগুলো ব্যবহার করে তাদের পণ্যগুলোর কাজে ব্যবহার করতে পারে।হারাম কাজে ব্যবহার হবে এমন প্রতিষ্ঠানে হালাল কাগজ(চাইলে হালাল/হারাম ব্যবহারযোগ্য) বিক্রি করলে তাহলে আমার প্রতিষ্ঠানের কাগজ বিক্রির সকল ইনকাম কি হারাম আসবে?

প্রশ্ন 2:আর আমি এই প্রতিষ্ঠানে মেশিন রক্ষণাবেক্ষণ এর কাজ করি আমি কি চাকরি করে যাবো ?না ছেড়ে দেব?

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) আপনার কম্পানি যদি জানে যে, তাদের এই কাগজ হারাম কোনো কাজে ব্যবহৃত হবে। এখন যদি এই কাগজকে প্রক্রিয়াজাত করার মাধ্যমে হারাম কাজে ব্যবহার করা হয়, তাহলে কম্পানির জন্য তাদেরকে উক্ত কাগজ সাপ্লাই দেয়া মাকরুহে তানযিহি হিসেবে বিবেচিত হবে। 
(جواھر الفقہ8 45/2)
ثم السبب إن كان سبباً محركاً وداعياً إلى المعصية، فالتسبب فيه حرام كالإعانة على المعصية بنص القرآن كقوله تعالى:" وَلا تَسُبُوا الذِينَ يَدْعُونَ من دون الله " الأنعام (۱۰۹) وقوله تعالى فَلَا تَخْضَعْنَ بالقَول (الأحزاب: ۳۲) وقوله تعالى: وَلَا تَبرجْنَ الآية (الأحزاب:۳۳).

وإن لم يكن محركاً وداعياً، بل موصلاً محضاً، وهو مع ذلك سبب قريب بحيث لا يحتاج في إقامة المعصية به إلى إحداث صنعة من الفاعل، كبيع السلاح من أهل الفتنة، وبيع الأمرد ممّن يعصى به، وإجارة البيت ممن يبيع فيه الخمر، أو يتخذها كنيسة أو بيت نار وأمثالها، فكله مكروة تحريماً بشرط أن يعلم به البائع والآجر، من دون تصريح به باللسان، فإنه إن لم يعلم كان معذوراً، وإن علم وصرّح كان داخلاً في الإعانة المحرمة. وإن كان سبباً بعيداً بحيث لا يُفضى إلى المعصية على حالتها الموجودة، بل يحتاج إلى إحداث صنعة فيه، كبيع الحديد من أهل الفتنة وأمثالها، فتُكرَهُ تنزيهاً "

(২)
আপনার জন্য মেশিন রক্ষণাবেক্ষণের কাজ করা নাজায়েয হবে না।কেননা আপনি তো সরাসরি কোনো হারাম কাজে সহযোগিতা করছেন না। হ্যা, এর চেয়ে উত্তম কোনো চাকুরী পেয়ে গেলে তখন সেই চাকুরী গ্রহণ করাই সতর্কতামূলক ও নিরাপদ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...