আস্সালামু আলাইকুম...
আমি একবার এখানেই কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করে জানতে পারি যে, কোন কিছু পাওয়ার আশায় কোন নেক আমল করলে , সেটা শিরক হয়ে যায়। অনেকে দশ হাজার বার ইস্তেগফার পড়ে দিনে, তার জীবনে উন্নতি প্রয়োজন । রিজিকে প্রশস্ততা প্রয়োজন। এজন্য মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়া ,এটা একটি প্রচলিত প্রসিদ্ধ আমল ।এটাও রিজিক বৃদ্ধির জন্য করে। তাহলে এগুলো কোন কিছু অর্জনের জন্যই তারা করছে। এটা কি শিরক হয়ে যাবে? এমনটা কেন বলা হলো? এর ব্যাখ্যা জানতে চাই।
এখন দিনের কিছু সময় ইস্তেগফার করে গুনাহ মাফের আশায়, সওয়াবের আশায় ,আল্লাহর সন্তুষ্টি আশায়। কিন্তু এত বেশি সংখ্যক বারতো কোন কিছু পাওয়ার আকাঙ্ক্ষাতেই করছে। এখন এটা কি করা যাবে না?
২/ রিজিক এ প্রশস্ততা আনার , মানসিক সক্ষমতা বাড়াতে - এ জন্য কোনো একটা আমল খুব বেশি বেশি করা যাবে?
।