আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
202 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (39 points)
১।আসসালামু আলাইকুম।হুজুর কেউ যদি জিনা করে আবার নামাজ পড়ে তার নামাজ ও দোয়া কি কবুল হবে?

২।একটা সময় আমার জামাইয়ের সাথ্র খুব ঝগড়া হত ডিভোর্স হয়ে যাবে যাবে এমন পরিস্থিয়ি ছিল।ত আমরা কথা বলতাম আবার ঝগড়া লেগে দীর্ঘ দিন কথা না বলে থাকতান আবার কথা বলতাম আবার দির্ঘদিন  কথা বলা অফ করে দিতাম।ত মাঝখানে আমাদের মিল হলে একদিন সে বলে যে তুমার সাথেই ত কত বার ব্রেকাপ করলাম।এই কথা  সে  বুজাইছে সম্ভবত অই যে আমরা কথা বলতাম আবার কথা বলা  অনেক বার অফ করে দিতাম সেটাকে বুজাইছে।  সে হপ্যত এটা বুজাইছে যে কত  বার যোগাযোগ ছিল আবার যোগাযোগ বিছিন্ন ছিল। আবার মিল হইছে আবার কথা বলা অফ হইছে কিন্তু  তলাক্ব নিয়তে বলছে নাকি জানিনা।বর্নানা অনুযায়ি কি কনে হয় তলাক্ব হয়ে গেছে?নাকি তাকে জিগাস করব কি নিয়তে বলছে নাকি জিগাস করস থ্রকে বিরত থাকব প্লিজ জানাবেন

1 Answer

0 votes
by (606,150 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
রাসূলুল্লাহ সাঃ বলেন,
 " مَا مِنْ عَبْدٍ قَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، ثُمَّ مَاتَ عَلَى ذَلِكَ إِلَّا دَخَلَ الجَنَّةَ " 
যে ব্যক্তি লা-ইলাহা ইল্লাল্লাহ বলবে,অতপর এই কালেমার উপর মৃত্যু বরণ করবে,সে জান্নাতে প্রবেশ করবে।(সহীহ বোখারী-৫৮২৭)

আহলে সুন্নত ওয়াল জামাতের বড় দশটি আকিদার সপ্তম নম্বর আকিদা হল,
"আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া।
আল্লাহ তা'আলা রহমান এবং রাহীম তথা অসীম দয়ালু।আল্লাহ রহমত থেকে একমাত্র কাফিরই নিরাশ হতে পারে।"
অাহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1402

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আল্লাহ তা'আলা বলেন,
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ ০ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَه ُ০ 
অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে।এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।(সূরা যিলযাল-৭-৮)

সুতরাং যদি কেউ দুনিয়াতে গোনাহের কাজে লিপ্ত থাকে,সেজন্য আখিরাতে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে।তবে সে ইসলাম থেকে খারিজ হবে না।সে যত গোনাহ-ই করুক না কেন,একদিন না একদিন সে কালিমা পড়ার কারণে অবশ্যই জান্নাতে যাবে।তাই তাকে হেয়পতিপন্ন করা বা তিরস্কার করা জায়েয হবে না।সে গোনাহ করতেছে ঠিক কিন্তু আল্লাহ তার ব্যাপারে কি ফয়সালা করবেন সেটা তো অদ্য নিশ্চিত না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1786

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) কেউ যদি জিনা করে আবার নামাজ পড়ে তাহলে সে অবশ্যই এর শাস্তি পাবে তবে এজন্য তার নামাজ ও দোয়া কবুল হবে না, এমনটা ধারণা করা সঠিক হবে না। বরং আল্লাহ ইচ্ছা হলে তার আ'মল কবুল করে নিতেও পারেন। হ্যা, সাধারণ নিয়ম হিসেবে কবুল না হওয়ারই কথা।
(২) প্রশ্নের বিবরণমতে তালাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (39 points)
হুজুর বুঝলাম না সাধারন নিয়ম হিসেবে কবুল না হওয়ার কথা মানে কি কবুল হবে না নাকি কবুল হবে?
by (606,150 points)
কবুল হবে কি না ? তা আল্লাই ভালো জানেন। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...