আমার স্বামী অনেক রাগী।হঠাৎ করেই রেগে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।উল্টো পালটা গালাগাল করে।যখন রাগ কমে যায় তখন অনুতপ্ত হলেও, পরে আবার রাগ হলে একই কাজ করে।নিজের উপর নিয়ন্ত্রণ নেই।শুধু আমার সাথেই না,সবার সাথেই রাগ করে।কিন্তু আমার সাথে বেশি রাগ করে।এখন পরিবারের সবার সাথেই সম্পর্ক খারাপের পথে এবং রাগ করে আমাকে তালাকের ভয়ও দেখায়।আমার খুব ভয় হয় যদি হঠাৎ করে রেগে গিয়ে তালাক দিয়ে দেয়,তখন তো সবই শেষ হয়ে যাবে।আমি আমার পরিচিত একজন আপুর নিকট একজন মাওলানার সন্ধান পেয়েছি।উনি স্বামী স্ত্রীর মধ্যের বিভিন্ন সমস্যা সমাধান করেন।উনার পেইজের কিছু জিনিস আমার কাছে সন্দেহ লেগেছে।ওই জিনিসগুলো জায়েয কিনা বুঝতে পারছি না।উনার পেইজে উনি বশীকরণ এর কথা উল্লখ আছে।এমন অবস্থায় আমি কি উনার সাহায্য নিতে পারি?উনার কাজ যায়েজ না হলে আমি কিভাবে ইসলামিপক শরিয়াহ অনুযায়ী কিভাবে সমাধান পেতে পারি?