بسم الله الرحمن الرحيم
জবাব,
রোযাদারের ইফতার করার ক্ষেত্রে বিধান হল- সূর্য অস্ত যেতে হবে
এবং রাত শুরু হতে হবে।
আল্লাহ তাআলার বাণী:
( وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ
لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ
أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ )
“আর পানাহার কর যতক্ষণ না কাল রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার
দেখা যায়। অতঃপর রোযা পূর্ণ কর রাত পর্যন্ত।” [২ আল-বাক্বারাহ : ১৮৭]
ইমাম তাবারী বলেছেন:আল্লাহর বাণী:
ثُمَّ أَتِمُّواالصِّيَامَ إِلَى اللَّيْلِ
“অতঃপর তোমরা রোযাপূর্ণ কর রাত পর্যন্ত” এখানে আল্লাহ তাআলা
রোযার সময়-সীমা নির্ধারণ করে দিয়েছেন।রোযার শেষ সময় নির্ধারণ করেছেন- রাতের আগমন। অন্যদিকে
ইফতার, খাদ্য-পানীয়, স্ত্রী-মিলনবৈধ
হওয়ার শেষ সময় ও রোযা শুরু করার সময় নির্ধারণ করেছেন- দিনের আগমন ও রাতের শেষভাগের প্রস্থান।
এ থেকে প্রমাণ পাওয়া যায় যে, রাতের বেলায় কোন রোযা নেই। অপরদিকে রোযার দিনগুলোতে দিনের বেলায়
পানাহার বা স্ত্রী-মিলন নেই।” (তাফসীরে তাবারী (৩/৫৩২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
দুই মিনিট পূর্বে ভুলবশত
আযান হওয়াতে ইফতারী করলে আপনার রোজা সহিহ হবে বলে আশা করা যায়। কারণ, ক্যালেন্ডারে ইফতারির সময় এক দুই মিনিট সতর্কতা মূলক
পরে দেওয়া থাকে ৷ তথাপি সতর্কতা মূলক উক্ত রোজাটি কাজা
করাই শ্রেয়।