আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
171 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (5 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, উস্তাদ ।
ঈসা আ: দুনিয়াতে কি হিসাবে আসবেন? আমাদের দাওয়াতে তাবলীগ এর সাথী ভাইদের যেই মতাদর্শ যে তিনি উম্মত হিসাবে আসবেন এটি কতটুকু যুক্তিযুক্ত?

প্রিয় উস্তাদ উত্তরটি দলিল সহ জানা অনেক জরুরী হয়ে পড়েছে। কিছু ভাই কে সঠিক দলিল দিতে পারছিনা

1 Answer

0 votes
by (64,500 points)
edited by

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাব

আল্লাহ্ তা‘আলা শেষ যামানায় ঈসা (আঃ)-কে নবী হিসাবে নন, বরং ন্যায়পরায়ণ শাসক হিসাবে প্রেরণ করবেন।

হাদীস শরীফে এসেছে-

عَنْ  أَبِي هُرَيْرَةَ  قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " يَنْزِلُ ابْنُ مَرْيَمَ إِمَامًا عَادِلًا، وَحَكَمًا مُقْسِطًا

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত:

রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ শীঘ্রই তোমাদের মাঝে ‘ঈসা ইবনু মারইয়াম (‘আঃ)-কে একজন ন্যায়পরায়ণ প্রশাসক হিসেবে অবতীর্ণ করা হবে। মুসনাদে আহমদ, হাদীস নং-১০২৬১, সহীহ মুসলিম, হাদীস নং- ২৮১

 

অপর এক হাদীসে এসেছে-

وَعَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ ﷺ حِيْنَ اَتَاهُ عُمَرُ فَقَالَ اِنَّا نَسْمَعُ اَحَادِيْثَ مِنْ يَّهُوْدَ تُعْجِبُنَا اَفَتَرى اَنْ نَّكْتُبَ بَعْضَهَا فَقَالَ أَمُتَهَوِّكُوْنَ اَنْتُمْ كَمَا تَهَوَّكَتِ الْيَهُوْدُ وَالنَّصَارى لَقَدْ جِئْتُكُمْ بِهَا بَيْضَاءَ نَقِيَّةً وَلَوْ كَانَ مُوْسى حَيًّا مَّا وَسِعَه إِلَّا اتِّبَاعِيْ. رَوَاهُ أَحْمَدُ والْبَيْهَقِىُّ فِىْ شُعَبُ الاِيْمَانِ

জাবির (রাঃ) থেকে বর্ণিত: তিনি বলেন ‘উমার (রাঃ) নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বললেন, আমরা ইয়াহূদীদের নিকট তাদের অনেক ধর্মীয় কথাবার্তা শুনে থাকি। এসব আমাদের কাছে অনেক ভালো মনে হয়। এসব কথার কিছু কি লিখে রাখার জন্য আমাদেরকে অনুমতি দিবেন? রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ইয়াহূদী ও নাসারাগণ যেভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে, তোমরাও কি (তোমাদের দ্বীনের ব্যাপারে) এভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছ? আল্লাহ্র কসম! আমি তোমাদের কাছে একটি অতি উজ্জ্বল ও স্বচ্ছ দ্বীন নিয়ে এসেছি। মূসা (আঃ)-ও যদি আজ দুনিয়ায় বেঁচে থাকতেন, আমার অনুসরণ ব্যতীত তাঁর পক্ষেও অন্য কোন উপায় ছিল না। মিশকাত, হাদীস নং- ১৭৭ হাদিসের মান : হাসান হাদিস

 

https://ifatwa.info/32719/ নং ফাতওয়াতে আমরা বলেছি যে

হযরত ঈসা আঃ আল্লাহর কাছে নবীজি মুহাম্মাদ সাঃ এর উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। তবে এটি নির্ভরযোগ্য হাদিসের কিতাবে নেই।

কিছু হাদীস নিতান্তই দূর্বল,আবার কিছু বর্ণনা ঈসরায়েলী রেওয়ায়েত। যেগুলোর দ্বারা দলিল দেওয়া যায়না।

,

তবে হাদীসের কিছু ব্যাখ্যা গ্রন্থে উক্ত বিষয় এসেছেঃ

ফাতহুল বারী গ্রন্থে আছেঃ

فتح الباري لابن حجر 6/ 493

''وقيل: إنه دعا الله لما رأى صفة محمد وأمته: أن يجعله منهم، فاستجاب الله دعاءه وأبقاه حتى ينزل في آخر الزمان مجدداً لأمر الإسلام، فيوافق خروج الدجال فيقتله''۔

সারমর্মঃ কেহ কেহ বলেছেন যে যখন হযরত ঈসা আঃ মুহাম্মদ সাঃ এবং তার উম্মতের সিফাত দেখেছিলেন, তখন তিনি মুহাম্মদ সাঃ এর উম্মত হওয়ার দোয়া করেছিলেন, আল্লাহ তায়ালা সেটি কবুল করেছিলেন।

তাকে জীবিত রেখেছেন, শেষ জামানায় তাকে নামানো হবে, দাজ্জালকে তিনি হত্যা করবেন         

 

বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারী গ্রন্থে আছেঃ

 

عمدة القاري شرح صحيح البخاري (23/ 447، بترقيم الشاملة آليا)

''لأنه دعا الله تعالى لما رأى صفة محمد وأمته: أن يجعله منهم، فاستجاب الله دعاءه وأبقاه حياً حتى ينزل في آخر الزمان ويجدد أمر الإسلام، فيوافق خروج الدجال فيقتله''

সারমর্মঃ কেননা যখন হযরত ঈসা আঃ মুহাম্মদ সাঃ এবং তার উম্মতের সিফাত দেখেছিলেন,তখন তিনি মুহাম্মদ সাঃ এর উম্মত হওয়ার দোয়া করেছিলেন, আল্লাহ তায়ালা সেটি কবুল করেছিলেন।

তাকে জীবিত রেখেছেন, শেষ জামানায় তাকে নামানো হবে, দাজ্জালকে তিনি হত্যা করবেন     

 

আরো জানুন- https://ifatwa.info/8564/

আরো বিস্তারিত জানুনhttps://ifatwa.info/20081/


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)
by (5 points)
zazakumullah ustad ji

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...