আসসালামুয়ালাইকুম শায়েখ, কোন স্বামী ও স্ত্রী মধ্যে যদি ৩ তালাক হয়ে যায় এবং তা সত্যেও ইদ্দত পালন না করেই আবেগের বসে একই সাথে সংসার চালিয়েই যায় ৯/১০ মাস তারপর সিদ্ধান্ত নেয় তারা আলাদা ই থাকবে , হালাল হলে একসাথে সংসার করবে অন্যথায় নয়, এই অবস্থায় উক্ত স্ত্রী ইদ্দত সময়কাল কতটুকু?তালাক হলে ইদ্দত ৩ হায়েজ অবধি জানি...তারা যে এতোদিন সংসার করলো এতে যেনা গুনাহ হলেও ইদ্দত সময় কি পার হয়েছে?
এবং এই মেয়ে অন্যত্র বিবাহ জন্য এখন কি ইদ্দত পালন করতে হবে নাকি অন্যত্র বিবাহ বসলে বিবাহ শুদ্ধ হয়ে যাবে!
আশা করি প্রশ্ন বুঝতে পেরেছেন!
প্রশ্ন: তালাক শেষে আবেগে আলাদা না হয়ে একইসাথে মেলামেশা ৯/১০ মাস সংসার পরে উক্ত স্ত্রী কি ইদ্দত পালন করতে হবে যদি অন্যত্র বিবাহ বসে?মেয়ে এখন ইদ্দত পালন করছে অন্যত্র বিবাহে শুদ্ধের জন্য,আমার প্রশ্ন: তালাক তো ৯/১০ মাস আগেই যদি হয়ে থাকে তবে ইদ্দত সময় অতিক্রান্ত হয়ে গেছে নাকি হয়নি!!
আসসালামুয়ালাইকুম, ধন্যবাদ! শায়েখ,দয়া করে আমার প্রশ্নের উত্তর দিয়েন প্লিজ প্লিজ!!