ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) যেখানে পর্দার এহতেমাম বেশী হবে, সেখানেই নামায পড়বেন।কেননা মেয়েদের জন্য এমন স্থানে নামায পড়া উত্তম যেখানে পর্দার এহতেমাম থাকবে।
(২)
তাশাহুদ পড়েছেন কি না? এ নিয়ে সন্দেহ হলে, গভীর মনযোগ সহকারে চিন্তা করবেন।তারপর যেদিকে মন বেশী সায় দিবে, সেই অনুযায়ী নামায সমাপ্ত করবেন।এই গভীরভাবে চিন্তা করতে যেয়ে যদি তিন তাসবিহ পরিমাণ সময় অতিবাহিত হয়ে যায়, তাহলে সাহু সিজদা দিতে হবে।
(৩) জ্বী, টান দিয়ে পড়াই উত্তম। তাজবীদ সহকারে পড়াই উত্তম ও মুস্তাহাব।
(৪)
অন্যজন আমলের ক্ষেত্রে আগাইয়া যাচ্ছে, আমাকেও আমল করতে হবে, এমন চিন্তা নিন্দনীয় নয় বরং প্রশংসনীয়। তবে অন্য আমল কম হোক, সেই চিন্তা করা যাবে না, এটা তখন হিংসার পর্যায়ে চলে যাবে।