ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)ব্যায়াম করার সময় পোজ বা শরীর কে বাঁকানোর ফলে যদি তখন মাথা নিচু করা হয়, আর শরীরকে ঘুরান হয়,কিংবা মাথা নিচু করে পা ধরা হয়,অর্থাৎ ব্যায়াম করার ক্ষেত্রে মাথা নিচু করা হলে, সেটা যদি অনেক বেশী হয়, যেমন রুকুর পর্যায় বা তার থেকে বেশী নিচু করা হলে, এইক্ষেত্রে সেই ব্যায়ম শিরক হবে না বা এজন্য ঈমান চলে যাবে না।
(২) দৈনন্দিন কাজে বিভিন্ন ক্ষেত্রে যেমন গোসল করার ক্ষেত্রে সাবান সাম্পু নিচ থেকে নেয়া বা রান্না করার সময় নিচ থেকে জিনিস নেয়া অথবা কোন জিনিস তোলার ক্ষেত্রে মাথা নিচু করা, এইসব ক্ষেত্রে শিরক হবে না বা এজন্য ঈমান চলে যাবে না।
(৩) ঘুমানোর ক্ষেত্রে অনেকে এমন ভাবে ঘুমায় যেভাবে নামাজে সেজদা দেয়া হয় এরকম করে ঘুমালেও শিরক হবে না বা ঈমান চলে যাবে না।