আসসালামু আলাইকুম
আমার বান্ধবী দ্বীনে ফেরার আগে হারাম সম্পর্কে ছিলো। দ্বীনে ফেরার পরেও সে তার চিন্তা ভাবনা হেফাজাত করতে পারছিলো না। তাই চরিত্র হেফাজাত করতে সে গোপনে বন্ধু ও বান্ধবীর সামনে বিয়ের নিয়তে ইজাব কবুল করে এবং তাদের বিয়ে হয়। এবং স্বামী-স্ত্রীর মতো করে থাকে। তাদের বাসায় কেউ জানে না। বিয়ের পর স্বামীর সাথে সব সময় নামাজ পড়া গান এসব নিয়ে ঝগড়া হতো। সে তার বিয়েতে সুখী ছিলো না স্বামীর দ্বীনদারিতা নিয়ে। বিয়ের প্রথম কয়েকমাস ভালো ছিলো কিন্তু আস্তে আস্তে খারাপ হতে থাকে। স্বামী ভালোবাসতো এবং অনেক যত্ন করতো। ভালোবাসা আদর যত্ন তার কমতি ছিলো না। স্বামীর দ্বীনদারিতা নিয়ে সে অসুখী ছিলো সে বলেছে সে ভেবেছিলো বিয়ের পর হয়তো সে তার স্বামীর হেদায়াতের উছিলা হবে। এসব কারণে ঝগড়ায় তাদের তালাক হয়ে যায়।
এখন প্রশ্ন হচ্ছে সে তার বিয়ে গোপনে করেছে আর তালাকও গোপনে হয়েছে। সে যদি এখন বিয়ে করে আর বিয়ের সময় এই বিয়ের বিষয় গোপন রাখে তাহলে কি গুনাহ হবে? সে চায় না এই বিষয়টা পরবর্তীতে যার সাথে বিয়ে হবে তাকে জানাতে। এতে কি সে গুনাহগার হবে?