১. ওযু করে চলে আসার অনেক পরে আমার ওযু নিয়ে সন্দেহ তৈরি হয়, মনে হয় যেনো হাত ঠিক মতো ধোয়া হলো কি না,পা ধোয়া হলো কি না, যদিও ধোয়ার আলামত সামনে দেখি, কিংবা প্রবল ধারনা হয় যে ধুয়েছি...কিন্তু ওই সময়ের কথা মনে না থাকায় খালি সন্দেহ দানা বাধে, মন বলে যে ধোয়েছি কিন্তু সন্দেহর বশে দুটানায় পরে যাই, অনেক সময় জামাত মিস হয়,
আমার কি করনীয়?
২. আজকেও জোহরের সুন্নত নামাজের সময় মনে পরে পা ধোয়েছি কি না! পরে দেখি পায়ের উপর ভিজা তাও মনে সন্দেহ আসা শুরু করে, তখন ভাবি যে নামাজ টা পরে ফেলি, তারপর পা ধোয়ে ফরজ পরবো...প্রবল ধারনা ছিলো যে ধোয়া হয়েছে।শুনেছিলাম যে সন্দেহ থাকলে না কি ওযু হ না ও বিনা অযুয়ে নামাজ পরা না কি কুফরি। এই নামাজ কি হয়েছে? এতে কি আমার কোনো ভাবে কুফর হয়েছে?
৩.বিবাহিত পুরুষ যদি সরকারি আবেদন, পাসপোর্ট ইত্যাদি করার সময় নিজেকে সিংগেল পরিচয় দেয় এবং মানুষকেও নিজেকে অবিবাহিত /বিয়ে হয় নি বলে পরিচয় দেয়, এতে কি তাদের বিবাহে সমস্যা হবে?