بسم الله الرحمن الرحيم
জবাব,
এমন প্রত্যেক জিনিস যা মানুষের সুবিধার্থে
শুধু কল্যাণকর কাজে ব্যবহৃত হয়, তার সার্ভিসিং বা মেরামতের কাজ করা নিশ্চিতরূপে বৈধ। যেমন ফ্রিজ,
এসি, রাইস কুকার ইত্যাদি এবং এর মাধ্যমে জীবিকা নির্বাহ করাও
হালাল হবে। কেননা আল্লাহ বলেছেন,
هُوَ الَّذِیۡ
خَلَقَ لَکُمۡ مَّا فِی الۡاَرۡضِ جَمِیۡعًا
‘তিনি পৃথিবীর সব কিছুই তোমাদের জন্য সৃষ্টি করেছেন’ (সূরা
আল-বাক্বারাহ : ২৯)।
রাসূল (ﷺ) বলেছেন, احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ ‘যা তোমার জন্য কল্যাণকর তা অর্জনে তুমি আগ্রহী হও’ (মুসলিম-২৬৬৪; ইবনু মাজাহ, হা/৭৯, ৪১৬৮)।
দ্বিতীয়তঃ এমন প্রত্যেক জিনিস যা হারাম
কাজে ব্যবহৃত হয় অথবা হালালের তুলনায় হারাম কাজে ব্যবহৃত হওয়ার পরিমাণটাই বেশি। সেই
সমস্ত জিনিস তৈরি করা, মেরামত
করা ও ক্রয়-বিক্রয় করা সবই হারাম’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ,
১৩/১০৯ পৃ.)।
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১. উক্ত পেশা হালাল। কারণ
এই পণ্যগুলো মৌলিকভাবে হালাল। এগুলোর ভালো-মন্দ নির্ভর করে ব্যবহারকারীর তাক্বওয়া
বা আল্লাহভীতির উপর। এক্ষণে ব্যবহারকারীগণ যদি অন্যায় কাজে ব্যবহার করেন তবে পাপ তাদের
উপরেই বর্তাবে, বিক্রেতার
উপর নয়। মহান আল্লাহ বলেন,
وَ لَا
تَزِرُ وَازِرَۃٌ وِّزۡرَ اُخۡرٰی ۚ
‘কেউ কারো পাপের
বোঝা বহন করবে না’ (আন‘আম ৬/১৬৪)।
তবে উত্তম হলো জীবিকা নির্বাহের জন্য এর
চেয়ে উত্তম পেশা গ্রহণ করা।
২-৩. আপাতত আমাদের নিকট কোন পেশা নেই যা
আপনাকে শেয়ার করা যাবে বা আপনার ব্যাপারে ফিকির করা যাবে। তবে আপনি হালাল যেকোন পেশা
গ্রহণ করতে পারেন। সবচেয়ে উত্তম হয় যদি আপনি কোন ব্যবসা করতে পারেন। কারণ, এটি সুন্নাহ।
এতে আল্লাহ তায়ালা প্রচুর বরকত দান করে থাকেন। এছাড়া আপনি আপনার স্থানীয় কোন আলেমের
পরামর্শে উপার্জনের পথ বেঁচে নিতে পারেন ইনশাআল্লাহ।