আসসালামু আলাইকুম উস্তায।এক বোন কিছু প্রশ্ন করেছেন। সময় সুযোগ করে জানানোর অনুরোধ।
১)আমার এক বোনের সন্তান হবে ইনশাআল্লাহ। আমি তার সন্তানকে এমন কি হাদিয়া দিতে পারি যা আমার জন্য সাদাকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ।
২)স্কিনের সমস্যা অনেক বছর ধরে।ওষুধ দিলেও কাজ হয় না।মুখে অনেক স্পট ব্রন মেছতা ইত্যাদি। চিকিৎসা ও অনেক ব্যয়বহুল।করাও সম্ভব না সে সামর্থ্য নেই।এমন কোন আমল কি আছে যাতে সৌন্দর্য বৃদ্ধি পাবে?
কিছুদিন আগে একটা লেখা পড়েছিলাম এক বোন সূরা আর রহমান পড়েছেন।লেখাটা নিন্মরূপ।
এক বোনের দু'আ কবুলের গল্প
আমার মুখে প্রচুর পরিমানে দাগ ছিল প্লাস ব্রন হাবিজাবিতে ভরপুর ছিল। আম্মুকে বলতাম, "আম্মু কোন ক্রীম এনে দাও বা ডক্টর দেখাও।"
কিন্তু আম্মু বলতো, "তুই এখনো খুব ছোট। ১৮ বছরের আগে এসব দিলে বাড়বে, কমবে না।"
তো একদিন হঠাৎ করে আম্মু এসে বললো, "প্রতিদিন সকালে সুরা আর-রহমান পড়ে হাতের তালুতে ফুঁ দিয়ে মুখে মাসেহ করবি। ইনশাআল্লাহ দেখবি মুখ ভালো হয়ে যাবে।"
আমি ফাস্টে করিনি। তারপর যখনই আম্মুকে ক্রীম এর কথা বলতাম, আম্মু সুরা আর-রহমান পড়ার কথা বলতো। আমার খুব রাগ উঠতো।
একদিন পড়া শুরু করে দিলাম আর আম্মুর কথা মতো পড়ে মুখে ফুঁ দিতাম।
অবিশ্বাস্যভাবে মাত্র ১ মাসের মধ্যে মুখ একদম ক্লিয়ার।
এখন আম্মু বলে, "দেখলি আমি বলছিলাম না।"
এখন আমার অভ্যাস এমন হয়েছে যে, একদিন সূরা আর-রহমান না পড়লেই মনে হয় মুখ কালো আর পড়লেই সুন্দর লাগে।
আসলে সবই কুরআনের বরকত।
সূরা আর-রহমান ফেইসে নূর আনে।
যারা মুখের দাগ নিয়ে চিন্তিত তারা নিয়মিত সুরা
আর-রহমান পড়বেন এবং পূর্ণ বিশ্বাস রাখবেন যে আল্লাহ সব ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়বেন।
বিঃদ্রঃ এটি কোনো কুরআন/হাদিসে বর্ণিত আমল না।
Copy
এই আমল কি করা জায়েজ? কুরআন সুন্নাহ থেকে কোন আমল কি আছে?