১. কেও যদি লুকিয়ে কাবিন ছাড়া বিয়ে করে এবং নিজেকে অবিবাহিত পরিচয় দেয়, তাছাড়া বিয়ের পর করা বিভিন্ন সরকারি কাগজ পত্রে ও পাসপোর্টে নিজেকে অবিবাহিত পরিচয় দেয় তবে কি তার বিয়ের কোনো সমস্যা হবে?
২. নতুন একটি সরকারি চাকরীর আবেদনে সে যদি নিজেকে সিংগেল পরিচয় দিয়ে আবেদন করে তবে কি বিয়ের সমস্যা হবে?
৩. আমি ইদনিং পেশাবের অনেক পরেও আমার লিংগে অতি অল্প পানি দেকা যায়, এর পরে থেকে পেশাবের সময় আমি বাথরুমে প্রথমে কিছু সময় বসি , তার পরে দাড়াই , কিছু সময় উটা বসা করি, লিংগে ও চাপাচাপি করি, হাটার সুবিধা না থাকয় পা অনেক বার(৪০+) উঠা নামা করি , তার পরে পরিষ্কার হই , দেখিযে কোনো সমস্যা না্ই সব ঠিক আছে , তার পর কিছূ সময় পরপর দেকি যে কোনো কিছূ বের হলো কি না, কখনো কোনো আলামত পাই না,কিন্তু কখনো বার বার চ্যাকের অনেক পরে চ্যাক করে দেখি খূবই হালকা একফোটা পানি বের হচ্ছে , কিন্তু তা না দেখলে বুঝা যায় না , এখন আমার কি করনীয় , রাস্তাঘাটে এভাবে কিছু সময় পরপর চ্যাক করা নিয়ে সমস্যাতেই আছি /
৪. সেদিন একই ভাবে চ্যাক করে ফজর নামাজ পরোর পরে দেখি লিংগের আগায় পানি না থাকলেও কিছু ভিতরে পানির খুবেই সামান্য আলামত দেখা যাচ্ছে . যা লিংগের বাইরে আসে নি , আমি কোনো ফোটা ও দেখি নি । তারপর সেখানে টিস্যু ধরায় এটি সামান্য ভিজে… এই নামাজ কি হয়েছে ? না কি আবার আদায় করবো>>?>?
৫. আমার বউ এর বাসা আর আমার বাসা দুই দিকে, রাস্তায় হাটার পরে বাসার কাছাকিাছি গেলে প্রায়ই বলে , এখন তোমার রাস্তা আলাদা আমার আলাদা/ এখন দুজন দুই দিকে চলে যাবো/এখন দুজনের দুজনের পথে , মানে এই টাইপের কথা বলে , তার এরুপ বলায় কোনো সমস্যা হবে না তো?(হুবুহু মনে পরছে না তবে কথাগুলো খানিক এমন ই )
৬. মানিব্যগে প্রসাব লেগে গেছে , এটা কিভাবে পাক করবো?
৭. আমি একজনকে পড়াই যার বাবা বীমা কোম্পানিতে চাকরী করেন, উনার বউ কাপড়ের ব্যবসা করেন, দোকান আছে । এই মাসে ২০ দিন পড়ানোর পরে তার পরীক্ষা শেষ হবে, উনি যদি ১০ দিন বাাকি থাকার পরে ও যদি আমাকে ফুল মাসের টাকা দেন তবে কি তা আমি নিতে পারবো? উল্লেক্য আমি টাকার কথা উনার বউ এর সাথেই বলি আর উনিই ুউনার হাত দিয়েই টাকা নেই বা উনার মেয়েকে দিয়ে দেন , তাছাড়া আমার নিসাব পরিমান সম্পদ নেই এই অতিরিক্ত টাকা আমি নিতে পারবো?
৮. কেও যদি নিজেকে , উপজাতি তথা, চাকমা,মারমা,,ম্রো,ইত্যাদি বলে মজা করে পরিচয় দেয় , এতে কি কাফের হয়ে যাবে?
৯. ‘এই কাজ করলে তুমি ছাড়া ‘ এরকম অসম্পূর্ণ বাক্যে কেও কোনো তালা* এর শর্ত দিলে তা কি শর্ত বলে গন্য হবে? নাকি বাক্য দিয়ে কি বলা হয়েচ্ছ শুনে তো কোও পরিষ্কার হবে না ও কোনো পরিষ্কার অর্থ পাওয়া যায় না বলে শর্ত হবে না