ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আদ্দুর্রুল মুখতার গ্রন্থে বর্ণিত রয়েছে
(وَلَا يُسَنُّ) ذَلِكَ (فِيمَاتُصَلِّيهِ النِّسَاءُ أَدَاءً وَقَضَاءً) وَلَوْ جَمَاعَةً كَجَمَاعَةِ صِبْيَانٍ وَعَبِيدٍ،
মহিলাদের জন্য আযান-ইকামাত সুন্নত নয়।চায় ওয়াক্তিয়া নামায হোক বা কা'যা নামায হোক,অথবা শুধুমাত্র নারীদের জামাত হোক।যেমন শুধুমাত্র বাচ্ছা বা গোলামদের জামাত হয়ে থাকে।
ইবনে আবেদীন শামী রাহ লিখেন,
وكان الأولى للشارح أن يقول ولو منفردة؛ لأن جماعتهن الآن غير مشروعة فتفطن.
মুসান্নিফ রাহ সম্ভব বলতে চাচ্ছেন,নারীরা একাকী নামায পড়লেও তাদের জন্য আযান-ইকামত সুন্নত নয় কেননা বর্তমানে ফিতনার আশংকার দরুণ তাদের জামাত অনুমোদিত নয়।(রদ্দুল মুহতার-১/৩৯১)