বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
( ﻭَﻟَﻮْ ﻣَﺎﺕَ ﻭَﻋَﻠَﻴْﻪِ ﺻَﻠَﻮَﺍﺕٌ ﻓَﺎﺋِﺘَﺔٌ ﻭَﺃَﻭْﺻَﻰ ﺑِﺎﻟْﻜَﻔَّﺎﺭَﺓِ ﻳُﻌْﻄَﻰ ﻟِﻜُﻞِّ ﺻَﻠَﺎﺓٍ ﻧِﺼْﻒَ ﺻَﺎﻉٍ ﻣِﻦْ ﺑُﺮٍّ ) ﻛَﺎﻟْﻔِﻄْﺮَﺓِ ( ﻭَﻛَﺬَﺍ ﺣُﻜْﻢُ ﺍﻟْﻮِﺗْﺮِ ) ﻭَﺍﻟﺼَّﻮْﻡِ، ﻭَﺇِﻧَّﻤَﺎ ﻳُﻌْﻄِﻲ ( ﻣِﻦْ ﺛُﻠُﺚِ ﻣَﺎﻟِﻪِ ) ( ﺍﻟﺪﺭ ﺍﻟﻤﺨﺘﺎﺭ - 2/72
যদি কেউ মারা যায়,এবং তার উপর অনেক সালাত ক্বাযা থাকে, অথবা যদি মৃত ব্যক্তি সালাতের ফিদয়ার ওসিয়ত করে যায়,তাহলে প্রত্যেক সালাতের বিপরীতে এক ফিতরা সমপরিমাণ ফিদয়া আদায় করতে হবে।পাচঁ ওয়াক্ত সালাতের সাথে বিতিরের সালাতের ও ঐ পরিমাণ( তথা এক ফিতরা সমপরিমাণ) আদায় করতে হবে।এবং ছুটে যাওয়া প্রত্যেকটি সাওমের বিধান ও একিই।ফিদয়া- মৃত ব্যক্তির এক তৃতীয়াংশ সম্পত্তি থেকে-ই আদায় করা হবে।(আদ্দুর্রুল মুখতার-২/৭২,ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-১০/১৭৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনি আপনার মৃত বাবার ফিদয়া যদি আদায় করতে চান? তাহলে ৩কেজি ৬৫০ গ্রাম আটার মূল্য প্রতি ওয়াক্তের জন্য আদায় করবেন।
(২)
আপনার যদি শুধুমাত্র নিয়ত করেন, নিজের উপর ওয়াজিব বা জরুরী না করেন, তাহলে ঐ রোযাগুলো আপনার উপর ওয়াজিব হবে না। তবে নিজের উপর ওয়াজিব বা জরুরী করে নিলে তখন আপনার জন্য ৭ মাস রোযা রাখা ওয়াজিব হয়ে যাবে।
(৩)
আপনি নিজের উপর জরুরী বা ওয়াজিব না করলে এখন আপনার উপর প্রতি ওয়াক্তে নফল নামায পড়া ওয়াজিব হবে না।
(৪)
সঞ্চয় পত্র থেকে সুদ গ্রহণ আপনার জন্য জায়েয হবে না। আপনি ঘরের মধ্যে থেকে কাজ করার চেষ্টা করেন।
(৫) আল্লাহর কাছে দু'আ করুন।আল্লাহ অবশ্যই এর ব্যবস্থা করে দিবেন।