আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
92 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (27 points)
আসসালামু আলাইকুম,

আমি অাগামিকাল ঢাকা যাওয়া দরকার কিন্তু হরতালের কারনে বাস চলাচল বন্ধ শুধু এখন ট্রেন চলে কিন্তু আগামীকালের ট্রেনের টিকেট সব বিক্রি হয়ে গেছে। এখন আমি যদি কোনো দালাল বা আরেকজনের থেকে বা আরেকজনের মাধমে বেশি দামে টিকেট কিনি তাহলে আমার কি গুনাহ হবে?

1 Answer

0 votes
by (61,230 points)
edited by

 

بسم الله الرحمن الرحيم

জবাব,

আল্লাহ তা'আলা ব্যবসাকে হালাল করেছেন, এবং ধোঁকা সম্ভলিত বেচা-কেনা থেকে নিষেধ করেছেন। যেমনঃ- হযরত আবু হুরায়রা রাঃ থেকে ধোঁকা সম্ভলিত বেচ-কেনা সম্পর্কে  বর্ণিত আছে,

ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﻗﺎﻝ ﻧﻬﻰ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻋﻦ ﺑﻴﻊ ﺍﻟﺤﺼﺎﺓ ﻭﻋﻦ ﺑﻴﻊ ﺍﻟﻐﺮﺭ

তরজমাঃ- নবী কারীম সাঃ বলেনঃ- কঙ্কর নিক্ষেপ করে বেচা-কেনা এবং ধোঁকা সম্ভলিত বেচা-কেনা থেকে বেছে থাকো। (সহীহ মুসলিম-১৫১৩)

তাছাড়া হাদীস শরীফে মূল্যবৃদ্ধির লক্ষ্যে মাল স্টককারী সম্পর্কে কঠোর হুশিয়ারী এসেছে,

" ﺍﻟْﺠَﺎﻟِﺐُ ﻣَﺮْﺯُﻭﻕٌ ، ﻭَﺍﻟْﻤُﺤْﺘَﻜِﺮُ ﻣَﻠْﻌُﻮﻥٌ "

তরজমাঃ- আমদানিকারক রিযিকপ্রাপ্ত এবং মূল্যবৃদ্ধির লক্ষ্যে মাল স্টককারী লা'নত প্রাপ্ত। (সুনানে ইবনে মা'জা-৩৫০)

বাস বা ট্রেনের টিকিট ক্রয় করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা নাজায়েয। তাই স্বাভাবিক অবস্থায় এদের থেকে কেনাও ঠিক নয়। এছাড়া অন্যের কাছে বেশি দামে বিক্রির নিয়তে কাউন্টার থেকে আগেভাগে টিকিট কিনে নেওয়া চরম অনৈতিকতা। জেনেশুনে এমন ব্যক্তিদের নিকট টিকিট বিক্রি করা কর্তৃপক্ষের জন্যও নাজায়েয। [মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস : ২৩৭৬০, ২৩৭৫৩; আলমাবসূত, সারাখসী ১৫/১৩০; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/৫০; আদ্দুররুল মুখতার ৬/৯১]

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

প্রশ্নেল্লিখিত ছুরতে জালিয়াতি করে টিকিট ইত্যাদি বিক্রয় করা কখনো বৈধ হবেনা। স্বাভাবিক অবস্থায় যাত্রীদের জন্য এভাবে টিকিট কেনাও ঠিক নয়। তবে পরিস্থিতির কারণে কেউ নিরুপায় হয়ে বেশি দামে টিকিট কিনলে তা বৈধ হবে। গোনাহ বিক্রেতারই হবে। ক্রেতার গুনাহ হবে না।  সুতরাং প্রশ্নোক্ত অবস্থায় আপনার জন্য তা ক্রয় করা বৈধ হয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...