১. একজন কথা কাটাকাটির সময় স্ত্রীকে বলে, 'ভালো না লাগলে চলে যাও, তোমার প্রয়োজন নাই।' উল্লেখ্য স্ত্রী কোন কথা বলে নাই। স্বামী নিজেই রাগান্বিত হয়ে এই কথা বলেছে। বলার সময় বার বার মনের মাঝে আসছিল, "আমি তো আবার তালাকের নিয়তে বলছি না কথাটা"? এমনকি বলার পর থেকে মনের মাঝে বার বার এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, আমি কি আসলেই ওই কথাটি বলার সময় তালাকের নিয়ত করেছিলাম? একবার মনে হচ্ছে যে, করি নাই। আবার সন্দেহ হচ্ছে যে, মনের মাঝে কি আসলেই ওইরকম কিছু এসেছিল কিনা! - এমতবস্থায় করণীয় কি?
২. এই ওয়েবসাইটে এক প্রশ্নের উত্তরে দেখলাম, কেনায়া তালাক দেবার আগে নিয়ত থাকা শর্ত। উপরোক্ত ক্ষেত্রে তো আগে থেকে নিয়াত অবশ্যই ছিল না। তবে রাগ অবস্থায় এই কথা বলার সময় মনের মাঝে ভয় হচ্ছিল যে আমি কি তালাকের নিয়ত মনে মনে করে ফেললাম কিনা? - এক্ষেত্রে কি করবো?