আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমি এবং আমার পরিবার বহুবছর ধরে জিন,যাদুগ্রস্ত।আমরা আলহামদুলিল্লাহ ইসলামী শরীয়া মেনে জীবনযাপন করার চেষ্টা করি যদিও ভুলত্রুটিও হয়ে যায় অনেক।বর্তমানে আমার পরিবারের সবাই অসুস্থ, পরস্পরের মধ্যে না চাইতেও ঝগড়া ঝামেলা লেগে যায়।আমাদের সবারই সালাত, কুরআন তিলাওয়াতে অনেক সমস্যা হয়।সলাত আদায়ের সময় শ্বাসকষ্ট, অস্বস্তি, শরীর ভার,ব্যাথা,বমি হতে চাওয়া এমন সমস্যা হয় আমার,আরও অনেক সমস্যা আছে।রুকইয়াহ করলে কিছুটা ভালো লাগলেও,শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি।রুকইয়াহ বন্ধ করলে সব আগের মতো।সরাসরি রুকইয়াহ করার জন্য গেলে রাক্বি সমস্যা শুনে লং টাইম রুকইয়াহ সেশন নেওয়ার পরামর্শ দেন যা অনেক ব্যায়বহুল।
এখন এমন অবস্থায় মাঝে মাঝে কিছু অপ্রিতীকর কাজ করে ফেলি যা আমি করতে চাই না,এসব স্বাভাবিক অবস্থায় আমি করিও না,আমি খুবই শান্ত স্বভাবের।কিন্তু মাঝে মাঝে ভাঙচুর,উল্টা পল্টা কথা বলা,মারামারি,অনেক জোরে চিৎকার চেচামেচি করে ফেলি। এমন সময় আমাকে ধরে কুরআন, দোয়া কালাম পড়লে আমি শান্ত হই।এখন এসব কাজের জন্য কি আমার গুণাহ হবে?এই কাজগুলো আর কথা জ্বীনের দ্বারা হলে এই গুণাহর দায়ভার জ্বীনের হবে নাকি আমারও শাস্তি পেতে হবে? আমি সবকিছুর পর তওবা করে আর করবো না নিয়ত করলেও, আবার একই রকম পরিস্থিতির স্বীকার হই বারবার। মানসিকভাবে ভেঙে পড়ি এসব ভেবে।