অন বিহাফ পোস্ট
আসসালামুআলাইকুম। গত ১ বছরেরও বেশি সময় ধরে আমার হায়েয এর সাধারণ অভ্যাস ছিল ৯/১০ দিন। কখনো ১০ম দিনে গোসল করতাম কখনো পূর্ণ ১০ দিন পার হওয়ার পর। ৬/৭ দিন পর্যন্ত রক্ত যেত। এরপর রক্ত তেমন যেত না খুব ই সামান্য অনেকখন পরপর বা হালকা কালারড স্রাব আসত। বাদামি, একদম ফ্যাকাশে লাল, হলদে, মোটকথা একদম পুরো সাদা দেখতে ১০ দিন এর কম হতো না। এবার আমার ৮ নং দিন এ ব্লিডিং বলতে গেলে টোটালি অফ, রাতে সাদা স্রাব দেখি। তাও আমি গোসল করিনি, পর্যবেক্ষণের জন্য যে পরে আবার রক্ত যায় কিনা। পরদিন সকালে আর দুপুর এ ২বার সাদা যায় কিন্তু রক্ত নেই। তাই ঐদিন মানে ৯নং দিন দুপুরে গোসল করে নামাজ শুরু করি। এরপর বেশ কয়েকবার সাদা স্রাব যায়। কিন্তু পরদিন মানে ১০ম দিন দুপুরে ঘুম ভাঙলে দেখি সর্দির মতো ঘন হলুদ স্রাব। বুঝতে পারছিলাম না এটা কি মনি জাতীয় কিছু নাকি পিরিয়ড এর ই সামান্য কালার। পরে ভাবলাম যে স্বপ্ন দেখিনি, আগে কখনো ঘুম ভেঙ্গে এমন হলুদ স্রাব দেখি নাই, আর আমার তো সবসময় ১০ দিন ই থাকে, সুতরাং এটা মনে হয় হায়েয এর ই কালার। এই ভেবে নামাজ ছেড়ে দেই। এরপর সন্ধ্যায় সাদা স্রাব এর মাঝে একটা রক্তের রেখা দেখতে পাই। তাই নিশ্চিন্ত থাকি। এরপর আর কোনো কালার আসেনি, ২বার সাদা স্রাব যায় কিন্তু আমি ১০ম দিন পার হওয়া পর্যন্ত অপেক্ষা করি। ১০ নং দিন পার হওয়ার পর গোসল করি। কিন্তু তারপর দেখি মানে হায়েয এর ১০ দিন পার হওয়ার পরও ২/৩ বার হলুদ স্রাব গেছে। আমার প্রশ্ন হল, আমার হায়েয আসলে কতদিন ছিল? কখন থেকে নামায পড়া উচিত ছিল? কোনো নামাজ কি কাযা করতে হবে? কোন দিনের কোন ওয়াক্তের নামাজ গুলো কাযা করবো?