আসসালামু আলাইকুম।
আমার অনিয়মিত পিরিয়ড। আমার শেষ পিরিয়ড হয়েছে ২২ সেপ্টেম্বর। আমার ৭ মাসের ১ টি বাচ্চা আছে। আমি অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কপার টি গ্রহণ করেছি, এই পদ্ধতিটির সাইড ইফেক্ট হচ্ছে মাঝেমধ্যে হালকা ব্লিডিং হতে পারে( ২-৩ ফোটা)। যেটা প্রস্রাব করার সময় বুঝা যায়, সেটা মাসে ২-১ বার হতে পারে।
এখন আমার ৩ দিন যাবত দিনের ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১২ ঘন্টা ফোটা ফোটা ব্লাড যায়, অল্প পরিমানে। আর বাকি সময় ভালো থাকি। এটাকে কি আমি পিরিয়ড ধরবো নাকি ইস্তিয়াযা?
যেহেতু পিরিয়ডের মতো বেশি ব্লাড ছিলো না এবং ব্লিডিং কিছু সময় বন্ধ ছিলো তাই ইস্তিয়াযা ধরে এই ৩ দিন সহবাস, নামাজ, কুরআন তিলাওয়াত করেছি । এতে কি আমি গুনাহগার হবো?
এখন আমার করণীয় কি? আমি কি নামাজ কন্টিনিউ করবো? নাকি পিরিয়ড ধরে ১০ দিন পর্যন্ত অপেক্ষা করবো? পূর্ববর্তী আলামত অনুসারে আমার হায়েযের সময়সীমা সর্বোচ্চ ৬ দিন।