আসসালামু আলাইকুম
যখন থেকে নামাজ, রোজা ফরজ করা হয়েছে তখন থেকে আমার অনেক রোজা রাখা হয় নাই, নামাজ আদায় করা হয় নাই এখন সঠিক জানি না কতটি রোজা রাখা হয় নাই কতগুলো নামাজ আদায় করি নাই,,হেদায়াত পাওয়ার পর ২০২০ থেকে সকল রোজা, নামাজ আদায় করছি আলহামদুলিল্লাহ,,তার আগে নামাজ,রোজা নিয়ে গাফেল ছিলাম। এখন আমি যেহেতু সঠিক কত গুলো নামাজ,রোজা পালন করি নাই সে সম্পর্কে বলতে পারছি না সেহেতু আমি এখন সেই নামাজ,রোজা গুলোর কাযা কিভাবে আদায় করবো??