assalamualaikum .........একজন নারী বেদ্বীন পরিবারে থেকে বড়ো হয়েছে ,বাবা মায়ের বিচ্ছেদের পর ছোটবেলা থেকে অনেক প্রতিকূলতার শিকার হয়েছে,,অনেক কষ্টে মানুষ হয়েছে,যার ফলে অনেক ইচ্ছে আকাঙ্খা থাকা সত্ত্বেও দ্বীনি ইলম অর্জন করতে পারেন নি এমনকি অনেকবার ধর্ষণের হাত থেকেও বেঁচেছে। .আল্লাহ বাঁচিয়েছেন.... কিন্তু ছোটবেলা থেকেই মেয়েটির অনেক ইচ্ছা আল্লাহর সব কথা শুনার সব মেনে চলার পরিপূর্ণভাবে দ্বীন পালন করার ,,,সে মৃত্যু ,হিসাব,জাহান্নামকে অনেক ভয় পায় ,এবং সে জাহান্নাম থেকে বাঁচতে চায় ,,,,সে তো কম দ্বীনদার ,সে যদি জান্নাতের লোভে আল্লাহর কাছে তারথেকে অনেকবেশি দ্বীনদার কাওকে নিজের জীবনসঙ্গী হিসেবে চায় ,যাতে তারসাথে থাকলে মেয়েটির সমস্ত ভুল সংশোধন হতে পারে ,এবং আলেম ,হাফেজ ,মাওলানা সন্তান বানাতে পারেন ,মৃত্যুর পর নাজাত পেতে পারেন ,তবেকি মেয়েটির এমন চাওয়া আল্লাহ পূরণ করবেন !!? যেহেতু মেয়েটি কম দ্বীনদার এবং এরকম কাওকে পাবার যোগ্য না!
কিন্তু মেয়েটি জন্মের পর থেকে না জেনে যত পাপ /ভুল করেছে সব কিছুর জন্য তওবা করেছে এবং প্রতিনিয়তই নিজের না জেনে /অনিচ্ছাকৃত পাপ গুলোর জন্য অনুতপ্ত লজ্জিত আল্লাহর কাছে ,,এবং সে যতটুকু আল্লাহর বিধান সম্পর্কে জানে, ততটুকু ঠিকভাবে পালন করার অনেক চেষ্টা করে।
তার এরূপ চাওয়াটা কি যুক্তিসঙ্গত ? যেহেতু সে কম দ্বীনদার ,কম আমলকারী ,এবং অনেক পাপী...কিন্তু আল্লাহ তো "যে যেমন তার জন্য তেমনি জীবনসঙ্গী রেখেছেন ",,,,তাহলে ?