ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কুরআনে কারীমে আল্লাহ তা'আলা ঘোষণা দিয়েছেন,
ﻭَﻻَ ﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍْ ﻋَﻠَﻰ ﺍﻹِﺛْﻢِ ﻭَﺍﻟْﻌُﺪْﻭَﺍﻥِ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﻌِﻘَﺎﺏِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা-মায়েদা-২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ফেসবুকে বিভিন্ন বেপর্দা মেয়েরা কাপড় বা ররূপচর্চা নিয়ে যেইসব লাইভ করে, তাদের পোস্টে দেয়া যাবে না।কেননা এতেকরে গোনাহের কাজে উৎসাহিত করা হবে।আর গোনাহের কাজে লাইক দেয়া বা উৎসাহিত করা, এসবই গুনাহের অন্তর্ভুক্ত হবে।
(২) যে মেয়েরা লাইভ করে তাদের লাইভ শেয়ার করে বিভিন্ন পেইজে বা নিজের প্রোফাইলে দেয়াও গুনাহের অন্তর্ভুক্ত হবে।
(৩)
আপনার পূর্ব থেকেই অজু থাকলে সন্দেহের ধরুণ আপনার অজু চলে যাবে না।যতক্ষণ না অজু চলে যাবার পূর্ণ ঈয়াক্বিন বা দৃঢ়বিশ্বাস হচ্ছে।
তাই এমতাবস্থায় নিঃসন্দেহে আপনি নামায-ইবাদত চালিয়ে যান।এটা খানাছা নামক এক প্রকার শয়তানের কুমন্ত্রণা। এ কুমন্ত্রণা থেকে বাঁচতে বেশীবেশী করে "আউযু বিল্লাহি মিনাশ-শাইত্বানির রাযিম "পড়বেন।
নামাযে বায়ু বের হওয়ার যে সন্দেহ বারবার আপনার মনে উদ্রেক হয় তা দূর করতে হবে।
এবং দূর করার জন্য আপাতত চেয়ারে বসে বেশ নড়াচড়া না করে নামায আদায় করুন।ফুকাহায়ে কিরাম এমনই পরামর্শ দিয়ে থাকেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/293