আসসালামু আলাইকুম হুজুর। একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে আমার পারিবারিক ভাবে। আমরা প্রায় সময়ই তালাক নিয়ে আলোচনা করেছি। পরে আমার মনে হইছে যে তার সাথে আমার তালাক হয়ে গেলো কিনা। এখন বিয়ে করতে পারবো কিনা।
পরে আমি একদিন তাকে ম্যাসেজ এ বলেছিলাম যে, দেখো আমার মাথায় ঘুরে যে, ---- "ওর ( মানে তার কথাই বুঝাইছি, কিন্তু তাকে ওর সাথে বলেছি) সাথে বিয়ে হলে, একসাথে থাকলে, সহবাস করলেও সব তো হারাম হবে" এমন বলেছিলাম তাকে।
পরে সে আমাকে রিপ্লাই দিলো এভাবে যে- ১ নং রিপ্লাই - কি বললা তুমি? ২ নং রিপ্লাই -ওর সাথে বিয়ে হলে, একসাথে থাকলে, সহবাস করলেও হারাম মনে হবে, ৩ং রিপ্লাই - ছিহ। কেমন মন মানসিকতা তোমার। এভাবে প্রতিটা ম্যাসেজ আলাদা করে দিয়েছিলো।
প্রশ্ন হলো হুজুর ----- সে যে আলাদা করে বললো "ওর সাথে বিয়ে হলে একসাথে থাকলে, সহবার করলেও হারাম মনে হবে" এটা বলার কারনে কি বিয়ের পরে কোনো শর্ত যুক্ত তালাক হবে হুজুর? বিয়ে করতে কি কোনো সমস্যা কি হবে হুজুর?