আসসালামু আলাইকুম
গত বড় ঈদের আগের আমাদের স্বামী-স্ত্রীর মাঝে মনমালিন্য হয় খুব বাজে ভাবে। এক পর্যায়ে আমি মেসেজে তালাক,তালাক,তালাক বলি এবং পরবর্তীতে
স্বামীও মেসেজে তালাক তালাক তলাক বলে এবং পরে আনসেন্ড করে দেয়। আর এসময় আমার হায়েজ চলছিলো। এর কিছু দিন পরে আবার সব ঠিকঠাক হয়ে যায় আমরা আগের মতোই সংসার করতে থাকি। কিন্ত আমার মনে শান্তি পাচ্ছি না যখন শুনলাম তালাক বললে বা লিখলে তালাক হয়ে যায়। আমি আবার স্বামীর থেকে দূরত্ব বজায় রাখলাম এবং স্বামীকে বললাম যে এমন হলে তো তালাক হয়ে যায়। সে বললো তার কোনো নিয়ত ছিলো না লেখার সময় আর বলল সে এই তালাক দেওয়া অস্বীকার করেছ সে লেখে নাই অন্য কেউ লিখছে। তবুও মনে শান্তি পাচ্ছি না। আমাদের কি তালাক হয়ে গেছে? বা এমনতবস্থায় কি করণীয়?
খুব জরুরী