শায়েখ, ভুলে একটা বিষয় উল্লেখ করা হয় নাই প্রশ্ন লেখার সময়।
সময়ের এর যে ব্যাপার টা, কোম্পানি এক্সপেক্ট করে যে, ব্যক্তিটি গড়ে ৮ ঘন্টা করে কাজ করবে প্রতিদিন। কোনদিন বেশি, কোনদিন কম এভাবে করলেও সমস্যা নাই।
আর, এই সময়গুলা ক্লায়েন্টকে দেখানো হয়, যে ক্লায়েন্ট এর জন্য কোম্পানির মাধ্যমে কাজ করতেসে ব্যক্তি।
আর মাসের বেতন ফিক্সড। কোন মাসে বেশি কাজ করলে বেশি বেতন এইরকম না।
এইক্ষেত্রে কি উত্তর এ পরিবর্তন আসবে?